
প্রাইম নারায়ণগঞ্জঃ
জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে ৯ মাস আগে, দু/একজন ছাড়া দীর্ঘ এ সময়ে দলীয় কার্যক্রমে তেমন একটা দেখা যায় নি জেলার শীর্ষ নেতৃবৃন্দদের অনেককে। তারপরও ঘরে বসেই জেলা কমিটির গুরুত্বপূর্ণ পদে আসীণ হওয়ার স্বপ্ন দেখছেন অনেকে। তবে আসন্ন কমিটিতে তরুণদের আধিক্যই থাকবে বলে দাবী তৃণমূলের।
তাদের মতে, দল দীর্ঘ ১২ বছর ক্ষমতায় না থাকায় শীর্ষ নেতাদের অনেকেই ঘরে বসে রাজনীতি করেন। অনেককে আবার বছরে ২/১বার দেখা যায় মাঠে-ময়দানে। কিন্তু দীর্ঘ এ সময়ে তরুণ নেতৃবন্দরা ঠিকই ছিলেন লাইমলাইটে।
বিএনপির বর্তমান দুর্দিনের সময় পরীক্ষিত তরুন নেতাদের কাজে লাগাতে চায় কেন্দ্র এমনটাই দাবী তৃণমূলের এসব নেতাকর্মীর। দাবী করে তারা বলেন, গত তিন বছরে দলীয় কর্মসূচীতে জেলা বিএনপির শীর্ষ নেতাদের জোরালো কোন কর্মকাণ্ড পরিলক্ষন না হওয়ায় ইতিমধ্যেই বর্তমান জেলা কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্র। তারপর থেকেই নতুন কমিটিতে বিভিন্ন পদ-পদবী প্রত্যাশী এ সকল পরীক্ষিত তরুন নেতা এবং তাদের সমর্থকদের মাঝে চলছে নানা আলাপ আলোচনা।
তারপরও জেলা বিএনপির কমিটিতে কারা জায়গা পেতে যাচ্ছেন তা নিয়ে দলের ভেতরে চলছে আলোচনা-পর্যালোচনা। তবে কেন্দ্র এবার তারুণ্য-নির্ভর কমিটি করতে চান— এ রকম জোর আলোচনা চলছে দলে। তাই জেলা বিএনপির নতুন কমিটিকে কেন্দ্র করে উচ্চারিত হচ্ছে বেশ কয়েকজন তরুন নেতার নাম। সুত্রের দাবি, তৃণমূল নেতৃত্বকে ধারণ করে সৎ, পরিচ্ছন্ন, ত্যাগী এবং দল ও দেশের জন্য ঝুঁকি নিতে পারবেন এমন তরুণ ও পরীক্ষিত তরুন নেতারা জেলা বিএনপির নেতৃত্ব আসতে যাচ্ছেন।
জেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন বলে কেন্দ্রে যে সকল তরুন নেতাদের নিয়ে জোরালো আলোচনা হচ্ছে তাদের প্রায় সকলেই সবসময় মাঠের রাজনীতিতে সক্রিয় অবদান রাখেন এবং দলের এ দু:সময়ে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে দলীয় সকল কর্মসূচী পালন করেন। এমন প্রায় ডজন খানেক তরুণ নেতাদের নিয়ে চলছে নানা আলোচনা।
জেলা বিএনপির আগামী কমিটিতে এই তরুণ নেতারাই প্রাধান্য পাচ্ছে এমন গুঞ্জন শুরু হয়েছে সর্বত্র। তরুণ এসকল নেতাদের নিয়ে তারুণ্যনির্ভর নেতৃত্ব গড়ে তুলে নারায়ণগঞ্জসহ কেন্দ্রীয় রাজনীতিতে জেলা বিএনপিকে আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ প্রক্রিয়ায় বিদায়ী কমিটির নিষ্ক্রীয় ও বিতর্কিত নেতাদের বাদ দিয়ে মেধাবী, স্বচ্ছ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির তরুণ এ নেতাদের সমন্বয়ে নতুন কমিটি গঠন করা হবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। নতুন এ কমিটিকে তারুণ্যনির্ভর কমিটি করতে হবে, যাতে তারা ঝুঁকি নিয়ে কাজ করতে পারেন। নেতাকর্মীদের এমন চাহিদার কথা বিবেচনা করে এ তরুণ নেতাদের প্রাধান্য দিয়ে জেলা বিএনপির কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপির হাইকমান্ড।
এমন উদ্যোগ ও পরিকল্পনায় দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপির জেলা কমিটির পদ পেতে ইচ্ছুক তরুণ নেতারা আশান্বিত হয়ে উঠেছেন। নেতৃত্বে উঠে আসবেন এমন সংগঠকদের তালিকায় বর্তমান কমিটির কয়েকজন তরুন নেতা ও সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের নামও রয়েছে।
বর্তমানে নারায়ণগঞ্জে অনেকটা ঝিমিয়ে পড়েছে জেলা বিএনপির সাংগঠনিক তৎপরতা। কঠিন এই সময়ে জেলা বিএনপিতে সাংগঠনিকভাবে তৎপর ও গতিশীল করতে ফের তোড়জোড় শুরু করেছে কেন্দ্রীয় বিএনপি। এ তোড়জোড়ে জেলা বিএনপির নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ পদের দাবিদার হিসেবে আলোচনায় আসছে বেশ কয়েকজন তরুণ নেতার নাম। দলকে গোছাতে ও সুসংগঠিত করতে তাদেরকেই বেশি প্রাধান্য দিচ্ছেন দলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা।
No posts found.