৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, সন্ধ্যা ৬:১৩

এক বছরেও পূর্ণাঙ্গ হয়নি কমিটি : নেতাকর্মীরা হতাশ

প্রাইমনারায়ণগঞ্জ.কম

প্রাইম নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা, বক্তাবলী, কাশিপুর, এনায়েতনগর ও কুতুবপুর ইউনিয়ন নিয়ে গঠিত ফতুল্লা থানা আওয়ামীলীগ। সম্মেলনের মাধ্যমে সভাপতি-সেক্রেটারী নির্বাচনের পর দীর্ঘ ১১ মাস অতিবাহিত হলেও পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি ফতুল্লা থানা আওয়ামীলীগের।

জানা যায়, ২০১৯ সালের ০৭ ডিসেম্বরে আবারো কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদলকে সভাপতি ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের সাধারণ সম্পাদক এম শওকত আলীকে সাধারণ সম্পাদক করে ফতুল্লা থানা আওয়ামীলীগের নতুন কমিটি গঠিত হয়। পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য ৩ মাসের সময়সীমা বেঁধে দেয়া হয় নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে।

জেলা আ.লীগের সভাপতি বর্ষিয়ান রাজনীতিবীদ আব্দুল হাই ও সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদল এ কমিটির অনুমোদনকালে এ সময়সীমা বেঁধে দেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

কিন্তু বেঁধে দেয়া সেই সময় পেরিয়ে ১১ মাস অতিবাহিত হচ্ছে। তারপরও আজও ফতুল্লা থানা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে ফতুল্লা থানা আওয়ামীলীগের সাংগঠনিক ভিত। দীর্ঘদিন ধরে কমিটি পূর্ণাঙ্গ না হওয়ায় বর্তমানে থানা আওয়ামীলীগের চেইন অব কমান্ড ভেঙে পড়ছে বলে মনে করছে রাজণৈতিক বিশ্লেষক মহল।

তাদের মতে, শীঘ্রই কমিটি পূর্ণাঙ্গ না হলে এবং এ অবস্থা চলতে থাকলে নেতাকর্মীরা দিধা-বিভক্ত হয়ে পড়তে পারে, হতে পারে কেউ কারও কমান্ডও মানবে না। এছাড়া সাংগঠনিক কর্মকাণ্ডে আগের মতো সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে না দলের এক সময়ের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের এমনটাই দাবী বিশ্লেষক মহলের।

পূর্ণাঙ্গ কমিটি গঠন না হওয়ায় অনেক নতুনমুখ কমিটিতে জায়গা পাচ্ছে না এবং গুরুত্বপূর্ণ পদগুলোতে আসার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। ফলে রাজনীতির প্রতি ক্রমেই নিরুৎসাহী হচ্ছে থানা ও ইউনিয়ন আ.লীগের নেতাকর্মীরা।

দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা আ.লীগের অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং তৃণমূল নেতাকর্মীদের আ.লীগের রাজনীতিতে উৎসাহিত করতে ফতুল্লা থানা আ.লীগের কমিটিসহ ইউনিয়ন ও ওয়ার্ড আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের জোর দাবি জানিয়েছেন তারা।

ফতুল্লা থানা আ.লীগের নেতাকর্মীদের অনেকে বলেন, পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় আমরা যেমন কমিটিতে স্থান পাচ্ছি না তেমনি চরম হতাশায় ভুগছে ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের আ.লীগ নেতাকর্মী। নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, দীর্ঘদিন ধরে আ.লীগের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছি। কমিটি পূর্ণাঙ্গ না হওয়াতে কমিটিতে স্থান পাচ্ছি না। ফলে সারাক্ষণ মনের মাঝে বিরাজ করছে চরম অশাান্তি। রাজনীতি করি কিন্তু দলীয় পরিচয় দিতে পারছি না। বিভিন্ন এলাকার অসংখ্য আ.লীগ নেতাকর্মী এমনিভাবেই জানান তাদের ক্ষোভের কথা।

করোনা পরিস্থিতির কারণে কমিটি পূর্ণাঙ্গ করা যায়নি। তবে সবকিছুই ঠিকঠাক রয়েছে। যে কোনো সময়ে ফতুল্লা থানা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানা যায়। এতে কোনো সন্দেহের অবকাশ নেই।

বাছাইকৃত সংবাদ

No posts found.