৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, সন্ধ্যা ৬:২৮

শেখ হাসিনার আশ্রয়ে এমপি হয়েছে খোকা

প্রাইমনারায়ণগঞ্জ.কম

প্রাইম নারায়ণগঞ্জ:

আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট আনিসুর রহমান দিপু বলেছেন, আমাদের আওয়ামীলীগের প্রয়াত নেতা সৈয়দ আশরাফ বলেছিলেন আওয়ামীলীগ একটা অনুভুতির নাম। এই অনুভুতির শৃংখল হচ্ছে আলহাজ¦ আনোয়ার হোসেন। আর লিয়াকত হোসেন খোকা আনোয়ার ভাইয়ের উপর আঘাত করে নাই, তিনি নারায়ণগঞ্জের লাখো আওয়ামীলীগের নেতা কর্মীর উপর আঘাত করেছে। আমি তাকে ধিক্কার জানাই।

শনিবার দুপুরে মহানগর আওয়ামীলীগ আয়োজিত সোনারগাঁ জি আর ইন্সস্টিটিউট স্কুল এন্ড কলেজের গেটে জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের নামফলক ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধনে তিনি এ কথা বলেন।

এড.দিপু বলেন, ১৯৯০ সনে খোকন সাহা সহ আমরা শেখ হাসিনার নেতৃতে আন্দোলন করে স্বৈরাচার সরকার এরশাদের পতন ঘটিয়েছি। আজকে খোকা শেখ হাসিনার আশ্রয়ে এমপি হয়ে প্রধানমন্ত্রীর একজন পরীক্ষিত কর্মীকে অপমান করবেন, আওয়ামীলীগ তা মুখ বুঝে মেনে নেবে না।

তিনি বলেন, কথায় আছে বাঘে ধরলে ছাড়ে, কিন্তু হাসিনায় ধরলে ছাড়ে না। খোকাতো বিরোধীদলীয় এমপি, সরকারি দলের এমপি আমানুল্লা খানের খবর লন। শেখ হাসিনার বাংলাদেশে সন্ত্রাসী কর্মকান্ড যে করবে তার বিরুদ্ধে একশন নেয়া হবে। খোকাকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে। তিনি যদি ক্ষমা না চান, তাহলে যে কোনো অপ্রিতিকর পরিস্থিতির দায়ভার তাকে নিতে হবে।

তিনি আরও বলেন, ঘটনার ৪-৫ দিন হয়েগেছে। আওয়ামী লীগ একটি নিয়মতান্ত্রিক দল বলে আমরা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করছি। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। সরকারি কাজে বাধা দিলে তা ফৌজদারী অপরাধ হিসেবে গণ্য করা হয়। আমরা এমপি খোকার গ্রেপ্তারের দাবী জানাই। জি আর ইন্সস্টিটিউট স্কুল এন্ড কলেজের কাজ সরকারি উন্নয়ন কাজ। একই সাথে এটা শেখ হাসিনার উন্নয়ন কাজ। ওই উন্নয়ন কাজে বাধা দিয়ে লিয়াকত হোসেন খোকা আঘাত করেছেন। আমার প্রশ্ন হলো আজকে সোনারগাঁ উপজেলা, জেলা প্রশাসন নিরব কেন? তাদের কিসের ভয়ে! তাারা কেন এ পর্যন্ত কোনো একশন নেয় নাই? যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনতে হবে। তা নহলে, আজ যে আন্দোলন শুরু হয়েছে তা প্রতিদিন চলবে। তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই ঘটনায় যারা জরিত ওই সকল দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বাছাইকৃত সংবাদ

No posts found.