৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, রাত ৯:৪৯

রনির বহিষ্কার চান দলীয় কর্মীরা

প্রাইমনারায়ণগঞ্জ.কম

প্রাইম প্রতিবেদকঃ

স্বজনপ্রীতি ও অর্থ বানিজ্যেসহ নানা অনৈতিক কর্মকান্ডের অভিযোগে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি মশিউর রহমান রনিকে বহিষ্কারের দাবি জানিয়েছে ফতুল্লা থানা ছাত্রদলের একাংশের নেতাকর্মী৷

বুধবার ১১ই নভেম্বর সকালে নগরীর চাষাঢ়া প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে ফতুল্লা ছাত্রদলের একাংশের শতাধিক নেতাকর্মী।

বিক্ষোভে অংশ নেয়া নেতাকর্মীরা অভিযোগ, জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি স্বজনপ্রীতিসহ অর্থের বিনিময়ে বিবাহিত, মাদকাসক্ত এবং অছাত্র ব্যক্তিদের দলের থানা ও ইউনিয়ন কমিটিগুলোতে স্থান করে দিয়ে নানাভাবে বিতর্কিত হয়েছেন। সরকারি দলের সাথে আঁতাত করে রাজনীতি করাসহ নিজ দলের ত্যাগী নেতাকর্মীদের নানাভাবে বঞ্চিত করে একচ্ছত্র প্রভাব বিস্তার করেছে রনি। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশে রনির কুশপুত্তলিকা দাহ করেন৷

রনিকে সরকারি দলের দালাল আখ্যা দিয়ে ফতুল্লা থানা আহবায়ক কমিটি ভেঙ্গে দেয়ারও দাবি করেন তারা। সমাবেশ শেষে ছাত্রদলের নেতাকর্মীরা নগরীর বঙ্গবন্ধু সড়কে বিক্ষোভ মিছিল করেন। একই সঙ্গে রনির এসব অনৈতিক কর্মকান্ডের কারণে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে দাবি করে অবিলম্বে তাকে দল থেকে বহিষ্কারের দাবী জানান তারা।

প্রসঙ্গত, ২রা নভেম্বর জেলা ছাত্রদলের ফতুল্লা থানা ছাত্রদলের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলে এই আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করে রনির বিরুদ্ধে বিক্ষোভ করে পদবঞ্চিত নেতাকর্মীরা৷ পরে টানা ৩ দিন বিক্ষুব্ধ ছাত্রদল নেতা কর্মীরা জেলা ছাত্রদল সভাপতি মশিউর রহমান রনির কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ মিছিল করেছে।

এদিকে ফতুল্লা থানা কমিটির ঘোষণার পর থেকেই সদস্য সচিব রাকিব আহম্মেদ রিয়াদকে নিয়ে বিতর্ক শুরু হয়৷ পরে গত ৯ নভেম্বর ছাত্রদলের ফতুল্লা থানা কমিটির সদস্য সচিব রাকিব আহম্মেদ রিয়াদকে অব্যাহতি দিয়েছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল৷  তার বিরুদ্ধে অভিযোগ হিসেবে উল্লেখ করা হয় , অন্যের সার্টিফিকেট নিজ নামে চালিয়ে দেওয়ার অভিযোগের সত্যতা তদন্ত স্বাপেক্ষে প্রমাণ হয়। একই সঙ্গে ওই ভূয়া সার্টিফিকেট দিয়ে পদ বাগিয়ে নেওয়ার অভিযোগ ওঠে৷ তার স্থলে সদস্য সচিব করা হয়েছে প্রথম সদস্য জান্নাতুল ফেরদৌস রিয়াদকে৷এর আগে রূপগঞ্জের তারাব পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক কাজী রাজনকে অব্যাহতি দেওয়া হয়৷

বাছাইকৃত সংবাদ

No posts found.