
প্রাইম নারায়ণগঞ্জ:
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এড. তৈমুর আলম খন্দকার বলেছেন, শুধু মিটিং-মিছিল বা খালেদা জিয়া, খালেদা জিয়া বলে চিৎকার-চেচামেচি করলেই হবে না। বর্তমান অবৈধ সরকার যে ভাষায় কথা বলে, আমাদেরকেও ঐক্যবদ্ধ হয়ে সেই একই ভাষায় কথা বলতে হবে, জবাব দিতে হবে। তাহলেই সম্ভব হবে গণতন্ত্র পুনরুদ্ধার করা, সম্ভব হবে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা।
ঢাকা-৫ আসনের (ডেমরা) নির্বাচনে বিএনপির প্রার্থী সালাউদ্দিনের পক্ষে এক নির্বাচনী পথসভায় তিনি একথা বলেন। রবিবার (১১ অক্টোবর) বেলা ১২ টায় ডেমরার রানী মহল সিনেমা হলের বিপরীত পার্শ্বে এ পথসভা অনুষ্ঠিত হয়।
এসময় তৈমর আলম খন্দকার পুলিশকে উদ্দেশ্য করে বলেন, আপনারা পুলিশ সদস্যরা বেতন খান পুরো দেশের জনগনের, কিন্তু কাজ করেন একটি দলের পক্ষে। এটা ঠিক না, এর জন্য আপনাদের জবাবদিহি করতে হবে। কোনো সরকারই চিরস্থায়ী নয়। এখনো সময় আছে জনগনের টা খেয়ে নিরপেক্ষভাবে কাজ করেন, জনগনের পক্ষে থাকেন।
এ পথসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর এর সভাপতি হাবিব উন নবী খান সোহেল, বিএনপি নেতা খায়রুল কবির খোকন প্রমুখ।
No posts found.