৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, রাত ১১:৩৩

আজ আজমেরী ওসমানের জন্মদিন

প্রাইমনারায়ণগঞ্জ.কম

চারবার নির্বাচিত সংসদ সদস্য প্রয়াত নাসিম ওসমান ও জাতীয় মহিলা পার্টির সভাপতি পারভীন ওসমানের একমাত্র পুত্র আজমেরী ওসমানের জন্মদিন আজ। 

ঐতিহ্যবাহী ওসমান পরিবারে জন্ম নেওয়া যু্ব সমাজের আইকন হিসাবে পরিচিত এই যু্বনেতা ১৯৭৮ সালের ২৬ জুন জন্ম গ্রহণ করেন। তিনি বর্ণাঢ্য ৪১ টি বসন্ত পেরিয়ে আজ ৪২‘তে পা রাখলেন। 

বাংলাদেশের রাজনীতিতে ঐতিহ্যবাহী ‘ওসমান পরিবার’ এর তৃতীয় প্রজন্মের বড় সন্তান চারবার নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান ও জাতীয় মহিলা পার্টির উপদেষ্টা পারভীন ওসমানের কোল আলো করে ১৯৭৮ সালের এই দিনে জন্মগ্রহণ করেন আজমেরী ওসমান। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সবচেয়ে বড় আজমেরী ওসমান।

আজমেরী ওসমানের বাবা প্রয়াত নাসিম জাতীয় সংসদে চার বার প্রতিনিধিত্ব করেছেন। তার নির্বাচনী এলাকা ছিলো নারায়ণগঞ্জ (সদর-বন্দর)-৫। 

ব্যক্তিগত জীবনে আজমেরী ওসমান এক ছেলের জনক। একমাত্র ছেলে আরহাম ওসমান আলিফের বয়স ১০। 

ওসমান পরিবারের কর্ণধার ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সদস্য খান সাহেব ওসমান আলীর বড় নাতি নাসিম ওসমানের একমাত্র পুত্র এ আজমেরী ওসমান। দাদা একেএম শামসুজ্জোহা ছিলেন দেশের প্রথম সংসদের প্রতিনিধি, বাবা, মেঝো নাসিম ওসমান চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, মেঝ চাচা বিকেএমই এর বর্তমানসহ বেশ কয়েকবার নির্বাচিত সভাপতি এ কে এম সেলিম ওসমান দুইবার, ছোট চাচা শামীম ওসমান তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

ঐতিহ্যবাহী ওসমান পরিবারের তৃতীয় প্রজন্মের বড় সন্তান আজমেরী ওসমানের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন জননী পারভীন ওসমান।

আরও পড়ুন: , , ,

বাছাইকৃত সংবাদ

No posts found.