
প্রাইম নারায়ণগঞ্জঃ
কেন্দ্রীয় হেফাজতে ইসলামের কমিটি গঠনের পর এবার জেলা উপজেলা মহানগর কমিটি নিয়ে চলছে আলোচনা। এদিকে নারায়ণগঞ্জ থেকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটিতে ৪ জনের স্থান হয়েছে। একই সাথে জেলা ও মহানগর হেফজাতে ইসলামের কমিটি নিয়ে আলোচনা চলছে। তৃনমূল পর্যায়ের আলেম এবং ওলামদের মাঝে প্রশ্ন তৈরী হয়েছে কে হতে যাচ্ছে জেলা হেফাজতের সভাপতি ও সাধারণ সম্পাদক। অপর দিকে মহানগর দিকে তাকিয়ে আছে তারা। মহানগরের নেতৃত্বে কে আসছে। আর এ নিয়ে শহরের মাঝে সাড়া ফেলেছে ব্যাপক আলোচনা। সর্বত্র সাধারণ মানুষের মাঝে চলছে সরগরম আলোচনা।
এদিকে মাদরাসা মসজিদ থেকে শুরু করে সর্বস্তরের ওলামাদের মতে দলমত নির্বিশেষে জেলা ও মহানগরে ৪ জনের নাম আলোচনায় আছে বলে জানান একটি সুত্র। জেলা হেফাজত ইসলামের তৃনমুল পর্যায়ের ওলামারা জানান, জেলা হেফাজত ইসলামের সভাপতি হিসেবে ডিআইটি মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়ালকে পেতে চায় এবং সেক্রেটারি হিসেবে পেতে চায় মাদানি নগর মাদরাসার মুহাদ্দিস মুফতি বশির উল্ল্যাকে। সেই সাথে শহরের সর্বস্তরের কর্মীরা জানান, মহানগর হেফাজতে ইসলামের কমিটিতে সভাপতি হিসেবে দেখতে চায় মাওলানা ফেরদাউসুর রহমান এবং সেক্রেটারি মুফতি হারুনুর রশিদকে পেতে চায় হেফাজতের কর্মীরা।
জেলা হেফাজতে বর্তমান কমিটিতে সভাপতি হিসেবে আছেন জেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আউয়াল, সেক্রটারির হিসেবে দায়িত্ব পালন করছেন আমলা পাড়া মাদরাসার মুহতামি মাওলানা আব্দুল কাদির। অপর দিকে মহানগর হেফাজতের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মাদানিনগর মাদরাসার মুহাদ্দিস মুফতি বশির উল্ল্যাহ, এবং সেক্রেটারি হিসেবে দক্ষ ভাবে শহর হেফাজতে ইসলামকে নেতৃত্ব দিয়ে আসছেন মাওলানা ফেরদাউসুর রহমান।
সর্বস্তরের আলেমদের থেকে খোঁজ নিয়ে জানা গেছে, পূর্বে বাতিলের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে দক্ষভাবে নেতৃত্ব দিয়ে আসছে জেলা হেফজাতে ইসলামের সভাপতি মাওলানা আব্দুল আউয়াল, অপর দিকে মাঠ পর্যায়ে লড়াকু সৈনিক হিসেবে কাজ করে যাচ্ছে মহানগর হেফাজতের ইসলামের বর্তমান কমিটির সেক্রেটারি মাওলানা ফেরদাউসুর রহমান। তিনি কোন দিন বাতিলের কাছে মাথা নত করেন নাই। নাস্তিকদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে জেল জুলামকে পরওয়া করেন না তিনি।
সেই সাথে মুফতি বশির উল্ল্যাহ আলেমদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন নিজেকে। মহানগর ওলামা পরষিদকে শক্তিশালি সংগঠন হিসেবে এবং ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে মুফতি হারুনুর রশিদ। আর এজন্য তনৃমূল পর্যায় থেকে দাবী উঠেছে তাদেরকে জেলা এবং মহানগর হেফাজেত ইসলামের কমিটিতে সভাপতি ও সেক্রেটারি হিসেবে রাখার জন্য। ওলামায়ে কেরাম সহ দলমত নির্বিশেষে এই দেশে ইসলামকে বাস্তবায়ন করার জন্য তাদেরকে আবারো মাঠে ময়দানে দেখতে চায় সকল মুসলিম প্রিয় তৌহিদী জনতা।
No posts found.