
প্রাইম নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের ২০২১ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সহসভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রকৌশলী হোসেন মো. তানিম তৌহিদ। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ক্লাবের সিনিয়র সদস্যবৃন্দকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
ইঞ্জি.হোসেন মো. তানিম তৌহিদ বিগত ২০১৭-১৮ সালের কার্যনির্বাহী কমিটিতে নির্বাচিত পরিচালক ছিলেন। এবার তিনি সহসভাপতি পদ প্রত্যাশী। মনোনয়নপত্র জমা দেওয়ার পর তানিম তৌহিদ বলেন, ‘এর আগেও আমি পরপর দুইবার নির্বাচিত পরিচালক ছিলাম। এবার সহসভাপতি পদ প্রত্যাশি। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’
প্রসঙ্গত, ২৮ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আগামী ১৯ ডিসেম্বর নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারও বিনা প্রতিদ্বন্দ্বীতায় ক্লাবের সভাপতি নির্বাচিত হতে যাচ্ছেন তানভীর আহমেদ টিটু। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনেও তার বিপরীতে কেউ মনোনয়নপত্র জমা দেননি।
জ্যেষ্ঠ সহসভাপতি ও পরিচালকের ৮টি পদেও কোনো প্রতিদ্বন্দী মনোনয়নপত্র জমা দেননি। কেবল সহসভাপতি পদে তানিম তৌহিদের বিপরীতে বিপ্লব সাহা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ক্লাবের সিনিয়র সদস্য আফতাব উদ্দিন, সাইফুল ইসলাম পান্না, কৌশিক সাহা, উজ্জ্বল হোসাইন, রিয়াদ হাসান প্রমুখ।
No posts found.