
নিজস্ব প্রতিবেদক:
মহানগর ওলামা পরিষদের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, আল্লামা আহমদ শফী একটা ইতিহাস ছিলেন। তিনি ইসলাম বিরোধি নাস্তিকদের মাথা উচু করে দাড়াতে দেন নাই। তিনি যখন ইন্তেকাল করেন তখন এই নারায়ণগঞ্জ থেকে এক ভন্ড মাজার পুজারী আলাউদ্দিন জিহাদী তাকে নিয়ে কটুক্তি করেন। আর এজন্য তাকে জেলে যেতে হয়েছে। তারা যদি মনে করে থাকে আহমদ শফী চলে গেছে এখন ইসলামের বিপক্ষে যা মনে চায় তা বলে যাবে তাহলে তারা বোকার রাজ্যে বসবাস করছে।
শনিবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের মাদরাসা সংলগ্ম ঈদ গাহ মাঠে আল্লামা শাহ আহমদ শফীর স্বরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মাওলানা ফেরদাউস বলেন, আমরা ইদানিং দেখতে পারছি শাহরিয়ার নামে এক কুলাঙ্গার সালাম নিয়ে কু মন্তব্য করেছে। আমরা তাকে ঢাকা বিশ^বিদ্যালয় থেকে পদ ত্যাগ করার দাবী জানাই। এই সকল নাস্তিকদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নিতে হবে। যদি ব্যবস্থা না নেয়া হয় ওলামা পরিষদের মাধ্যমে নাস্তিকদের বিরুদ্ধে আবারো শাপলা চত্বর তৈরী করা হবে । তখন আমাদের দাবী আদায় করে ঘরে ফিরব। তিনি সকল ওলামাদের এক হয়ে কাদিয়ানীদের কাফের ঘোষনা করা আহবান জানান।
No posts found.