
নগর প্রতিবেদকঃ
ফেনীতে ধর্ষণ বিরোধী সমাবেশ শেষ করে নোয়াখালির যাওয়ার সময় ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে লংমার্চ-এ আন্দোলনকারীদের বাসে হামলার প্রতিবাদে মানববন্ধন করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ।
মঙ্গলবার ২০অক্টোবর সকাল ১১ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মীনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক বেলাল হোসাইন বলেন , আন্দোলনকারীরা কয়েক দফা বাধা অতিক্রম করে ফেনীতে সমাবেশ শেষ করে নোয়াখালীর উদ্দেশ্যে বাস ছাড়ার সময় পুলিশ বাসের চাবি কেড়ে নেয়। বাসের সব কাঁচের জানালা ভেঙ্গে ফেলে। ছাত্ররা বাসের দরজা বন্ধ করে দেওয়ায় ভেতরে আসতে পারেনি। ছাত্রলীগ ,যুবলীগ, পুলিশ মিলে এই হামলা চালায় । আমাদের প্রশাসন যদি অপরাধীদের সাথে মিলে এইরকম হামলা চালায় ন্যায় বিচারের জন্য আন্দোলনকারী ছাত্রদের উপর তাহলে আমরা এই জাতি থেকে কিভাবে ন্যায় বিচার আশা করবো ।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সুলতানা আক্তার বলেন , ফেনীতে আন্দোলনরত ছাত্রদের প্রশাসন দমন করতে চেষ্ট করে তারা কি দেখাতে চেয়েছে ? ফেনীতে ৬ টি বাসে ভাংচুর , ১৭ জন শিক্ষার্থীকে আহত ও ৩ জন সাংবাদিককে আহত করে তারা কাদের পক্ষ নিয়েছে ? ন্যায়ের পক্ষ নাকি অপরাধীদের পক্ষ ? দলীয় নেতারা যেভাবে দলীয় সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে এই সকল কারণে দেশে আজকে কিশোর গ্যাং, মাদক ব্যাবসা , গুম-খুন ও ধর্ষন এর মতো অপরাধের হার বেরে চলেছে । আমরা অবিলম্বে এই সকল বিষয়ের বিচারের দাবি জানাই ।
No posts found.