৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, বিকাল ৫:৫০

কিশোর অপরাধ ঠেকাতে ডিসির কর্মশালা

প্রাইমনারায়ণগঞ্জ.কম

অপরাধ প্রবনতা কমাতে নারায়ণগঞ্জে টিকটক গ্রুপ চিহ্নিত করার প্রস্তাবনা উঠেছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘কিশোর অপরাধ প্রতিরোধ শীর্ষক’ কর্মশালা অনুষ্ঠিত হয়। সেই কর্মশালা নানা প্রস্তাবনা তুলেন প্রশাসনের কর্মকর্তরা।

কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করে জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববির সঞ্চালনায় কিশোর অপরাধ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার টিএম মোশারফ হোসেন।

অনলাইন প্লাটফর্ম জুমের মাধ্যমে কর্মশালায় সংযুক্ত ছিলেন ৬২ বিজিবি নারায়ণগঞ্জ ব্যাটালিয়ানের অধিনায়ক, র‌্যাব-১১ অধিনায়ক, নারায়ণগঞ্জের কলেজের অধ্যক্ষ, মডারেটর হিসাবে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সামলা নাজনীন তৃষা মেহেদী হাসান ফারুক প্রমুখ।

কর্মশালায় উন্মুক্ত আলোচনায় শিশু কিশোরদের আগ্রহ প্রবণতা অনুসন্ধান করে সেভাবে শিক্ষা ও কর্মের ব্যবস্থা গ্রহন।

  • নারায়ণগঞ্জের টিকটক গ্রুপ চিহ্নিত করা।
  • পঞ্চায়েত প্রথা চালু করে কিশোর অপরাধ প্রতিহত করা।
  • এলাকা ভিত্তিক খেলাধুলা আয়োজনের উদ্যোগ।
  • মাদক আসামীরা সহজে যেনো জামিন না পায় সে ব্যবস্থা।

সন্ধার পর প্রশাসনের নজরধারী বাড়ানোর ব্যবস্থা। কারিগরি শিক্ষা সহজলভ্য করা। কিশোর সংশোধন কেন্দ্র নিয়মিত মনিটরিং সহ স্থানীয় পর্যায়ে লিডার আছেন তাদের কিশোর অপরাধ নিয়ে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম হাতে নিতে হবে বলে প্রস্তাবণা উঠে আসে।

বাছাইকৃত সংবাদ

No posts found.