৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, দুপুর ১২:৪১

একজন তরুণ উদ্যোক্তা হারিয়েছি : সেলিম ওসমান

প্রাইমনারায়ণগঞ্জ.কম

প্রাইম নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বিকেএমইএ এর সভাপতি একেএম সেলিম ওসমান বলেছেন, আজকে আমার বলার কিছুই নাই। হুমায়ুন কবীর খান শিল্পী আমার অত্যন্ত স্নেহের একজন ছোট ভাই, আমাদের অনেক ছোট একটা ছেলে। আমি ওকে সন্তানের মতো ভালোবাসতাম। ওর অকাল মৃত্যুতে আমরা তরুন একজন উদ্যোক্তা হারিয়েছি। সকল কাজ ও একাগ্রতা ও নিষ্ঠার সাথে করতো। কাজ করতে গিয়ে ভুল ত্রুটি করলে রাত জেগে সেই ভুল সংশোধনের জন্য কাজ করতো।

বিকেএমইএ এর সাবেক সহ-সভাপতি (অর্থ) হুমায়ুন কবীর খান শিল্পীর রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলের পূর্বে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে বিকেএমইএ এর উদ্যোগে প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলায় সংগঠনের প্রধান কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বিকেএমইএ এর সভাপতি একেএম সেলিম ওসমান, সাবেক সহ-সভাপতি (অর্থ) জি এম ফারুক, বর্তমান সহ-সভাপতি মনসুর রহমান, সহ-সভাপতি (অর্থ) মোর্শেদ সারোয়ার সোহেল, পরিচালক ফারুক বিন ইউসুফ পাপ্পু, বিকেএমইএর পরিচালক খন্দকার সাইফুল ইসলাম, মোস্তফা মনোয়ার ভূঁইয়া, সাবেক সাংসদ হোসনে আরা বেগম বাবলী, এড. সুলতান উদ্দিন নান্নু, সাংবাদিক নেতা আরিফ আলম দিপু, আবু সাউদ মাসুদ, বিল্লাল হোসেন রবিন, আফজাল হোসেন পন্টি, নাহিদ আজাদ, এম আর কামাল, আবু আল আমিন খান মিঠু প্রমুখ।

দোয়া পরিচালনা করেন ফকিরটোলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সিরাজুল ইসলাম মনির।

বাছাইকৃত সংবাদ

No posts found.