৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, দুপুর ২:১০

বঙ্গবন্ধুকে আরেকবার হত্যা চেষ্টা করা হয়েছিলঃ সাজনু

প্রাইমনারায়ণগঞ্জ.কম

প্রাইম নারায়ণগঞ্জঃ  

নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু বলেন, ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে ২০২০ সালে আমরা আরেকটি মুক্তিযুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করবো। ১৯৭৫ সালে যেমনি ভাবে একবার বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল সেভাবে কুষ্টিয়ায় আরেকবার হত্যার চেষ্টা করেছিল। নারায়ণগঞ্জের যুবসমাজ গর্জে উঠে ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে দেশকে রক্ষা করবে।

রোববার বিকেলে শহরের ডিআইটি এলাকায় কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নিমার্ণাধীন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগর যুবলীগের সমাবেশে তিনি এ কথা বলেন।  

সাজনু বলেন, ১৯৭১ সালে যেভাবে আমার মা-বোনের ইজ্জত গরিমতের মাল হিসেবে পাকিস্তানীদের হাতে তুলে দিয়েছিল। তেমনি ভাবে গত শুক্রবার যেখানে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল। যে সরকারের মাধ্যমে ১৯৭১ সালের যুদ্ধের নেতৃত্ব দেওয়া হয়েছে। সে কুষ্টিয়ার  রামরোকানে বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙ্গার প্রতিবাদে আমাদের এই সমাবেশ ।

তিনি আরও বলেন,  এই হামলা একটি এসিস টেস্ট ছিল। তারা এসিস টেস্ট করে দেখতে চায়  বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙ্গলে সারাদেশে কেমন প্রতিক্রিয়া হয়। এই বিএনপি-জামায়াতদের বলতে চাই, ১৯৭৫ ও ২০২০ এক নয়। এটা শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর বাংলাদেশ। তারা এসিস টেস্টের মাধ্যমে যদি শক্ত অবস্থানে যেতে পারে কিছুদিন পর বলবে, আমরা শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারবো না , জাতীয় স্মৃতি সৌধে সম্মান জানাতে পারবো না। সেগুলোকেও ভাঙ্গতে হবে বলে তারা দাবি করবে।

তিনি বলেন, এই ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে ২০২০ সালে আমরা আরেকটি মুক্তিযুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করবো।  ১৯৭৫ সালে যেমনি ভাবে একবার বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল সেভাবে কুষ্টিয়ায় আরেকবার হত্যার চেষ্টা করেছিল। নারায়ণগঞ্জের যুবসমাজ গর্জে উঠে ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে দেশকে রক্ষা করবে।

যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল,  জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন প্রমুখ।

বাছাইকৃত সংবাদ

No posts found.