৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, দুপুর ২:৫৫

মেয়রের বিরুদ্ধে ওসমান অনুসারীদের অনশন!

প্রাইমনারায়ণগঞ্জ.কম

প্রাইম নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীও তার পরিবার কর্তৃক হিন্দু দেবোত্তর সম্পত্তি দখলের অপচেষ্টা ও হুমকি প্রদানের প্রতিবাদে বুধবার বিকেলে এক প্রতীকী অনশন কর্মসূচী পালন করা হয়। নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এ প্রতীকী অনশনের আয়োজন করে জেলা-মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ।

এ প্রতীকী অনশনের বিষয় হিন্দু দেবোত্তর সম্পত্তি দখলের অপচেষ্টা হলেও মূলত এ বিষয়ের আড়ালে রয়েছে অন্য খেলা এমনটাই দাবী রাজণৈতিক বিশ্লেষক মহলের। তাদের মতে, এ ইস্যুকে কাজে লাগিয়ে মূলত আইভীকে হেয় প্রতিপন্ন করাই একটি পক্ষের মূল লক্ষ্য। আর এ লক্ষ্য বাস্তবায়নে ওসমান পরিবার অনুসারী তথা শামীম ওসমান অনুসারীরা কাজ করছে বলেও মনে করেন তারা।

আর এ দাবীর পক্ষে যুক্তি হিসাবে তারা বলেন, হিন্দু সম্পত্তির দখলের অপচেষ্টা রুখে দেয়ার অনুষ্ঠান হলেও এ অনশনে হিন্দুদের তুলনায় ওসমান অনুসারীদের আধিক্যই ছিলো বেশী। আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ সহ অনেক সংগঠনের ওসমান ঘনিষ্ঠ ও অনুসারীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। ফলে সহজেই অনুমেয় যে এ ইস্যুটিকে কাজে লাগিয়ে একটি পক্ষ মেয়রকে ঘায়েল করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে বলেও দাবী রাজনৈতিক বিশ্লেষক এ মহলটির।
এছাড়া এ অনুষ্ঠানে দেবোত্তর সম্পত্তির বিষয়ের চেয়ে বেশী কথা হয় মেয়রের আসন নিয়ে। এ সময় বক্তাদের অনেকে বলেন, আগামীতে মনোনয়ন দিবে না শেখ হাসিনা। অনেকে বলেন, টেনে হিচড়ে নামাবে জনগন। অনেকে আবার বলেন, ছেড়ে দেন, সরে যান।

জানা যায়, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাসের সভাপতিত্বে আজকের এ প্রতীকী অনশনে উপস্থিত ছিলেন সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের বন্ধু ও ঘনিষ্ঠজন হিসাবে পরিচিত জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল। উপস্থিত ছিলেন এ সাংসদের আরো তিন বন্ধু মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি চন্দন শীল, সাধারণ সম্পাদক খোকন সাহা, চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল।
এছাড়াও উপস্থিত ছিলেন শামীম বলয়ের সেনাপতি হিসাবে পরিচিত মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, যুবলীগ নেতা এহসানুল হক নিপু, ইয়ার্ন মার্চেন্টস এসোসিয়েশনের সভাপতি লিটন সাহা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানী, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, বর্তমান সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক রাফায়েল প্রধান, মহানগরের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি আব্দুল কাদির, মজিবুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন।

ওসমান ঘনিষ্ঠ কাউন্সিলরদের মধ্যে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসান, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মতি, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলী হোসেন আলা, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখারুল আলম খোকন, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক দুলাল প্রধান।

এছাড়াও সেলিম ওসমান অনুসারী তথা মহানগর জাতীয় পার্টির আহবায়ক ও বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, সদস্য সচিব আকরাম আলী শাহীন ও এসময় উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।

এ প্রতীকী অনশনে আরও উপস্থিত ছিলেন লক্ষী নারায়ণ আখড়া কমিটির সাধারণ সম্পাদক ও এফবিসিসিআই এর পরিচালক প্রবীর কুমার সাহা, জেলা পূজা পরিষদের সভাপতি দীপক কুমার সাহা, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগরের সভাপতি লিটন পাল, আইনজীবী সমিতির সভাপতি এড. মুহাম্মদ মোহসীন মিয়া, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান প্রমুখ।

বাছাইকৃত সংবাদ

No posts found.