৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, বিকাল ৩:১০

যেভাবে ডাকবেন সেই অবস্থাতেই প্রতিবাদ করবোঃ শাহ নিজাম

প্রাইমনারায়ণগঞ্জ.কম

প্রাইম প্রতিবেদকঃ

মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম বলেছেন, আজকে যারা আপনাদের অধিকার, হক, প্রাপ্য কেঁড়ে নিতে চায়। আমি মহানগর আওয়ামা লীগের পক্ষ থেকে আপনাদের আশ্বস্থ করতে চাই। আমাদের যখন যে অবস্থায়, যেভাবে ডাকবেন আমরা সেই অবস্থাতেই প্রতিবাদ করবো।

বুধবার ২রা ডিসেম্বর বিকেলে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উপদেষ্টা নারায়ণগঞ্জ সনাতন ধর্মাবলম্বীদের প্রতীকী অনশনে তিনি এ কথা বলেন।

শাহ নিজাম বলেন, এই জিউস পুকুর লক্ষী নারায়ণের দেওয়া আমাদের হিন্দু ভাইদের যে মৌলিক দাবি। যে পরিবার কর্তৃক এই জিউস পুকুরের বিষয়ে প্রশ্ন উঠেছে। সে পরিবারকে নারায়ণগঞ্জের মেয়র করবার জন্য আমরা আপনার ঘরে ঘরে ছুটে  গিয়েছিলাম ভোটের জন্য । সেটা আমার দলের নির্দেশনা ছিল বিধায়  আপনার কাছে ভোটের প্রার্থনা করেছিলাম ।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের কথা যদি বলতে হয়। যে স্লোগানটি আমাদের নাড়া দেয়। “ তুমি কে, আমি কে, বাঙ্গালী, বাঙ্গালী..আমার দেশ , তোমার দেশ, বাংলাদেশ, বাংলাদেশ…।“ সেখানে কোন হিন্দু, মুসলমান,বোদ্ধ কিংবা খৃস্টানকে আলাদা ভাবে বুঝায়নি। এইটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, সব ধর্মের মানুষের দেশ। আমরা সবাই ভাই-ভাই, আমরা সকলে কাঁধে কাঁধ রেখে বাংলাদেশের উন্নয়নে কাজ করবো। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত করবো।

শাহ নিজাম বলেন, আমার হিন্দু ভাই যেন কোন ভাবেই নিগৃহীত না হয়, অপমানিত না হয়। আমার হিন্দুর সম্পত্তি যেন কেউ ঘ্রাস করে নিতে না পারে।   সেজন্য যা কিছু করা লাগে আমরা নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের পাশে থেকে সকল প্রকার সহযোগীতার আশ্বাস দিচ্ছি।

তিনি বলেন, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি। আজকের এই অনুষ্ঠান হয়তো এর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। যদি আপনারা অচিরেই আপনাদের মাধ্যমে যে স্বারকলিপি দেওয়া হয়েছে। সেটা যদি অবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর না করেন। এই আন্দোলন হয়তো অনেক বড় আন্দোলনে রূপ নিবে। সেই রূপ নেওয়ার আগেই আপনারা প্রধানমন্ত্রীকে অবগত করে আমাদের হিন্দু ভাইদের প্রাপ্য অধিকার বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন।

বাছাইকৃত সংবাদ

No posts found.