৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, বিকাল ৪:২২

চাষাড়ায় মাস্ক না পড়ায় ২০ জনকে জরিমানা

প্রাইমনারায়ণগঞ্জ.কম

প্রাইম প্রতিবেদকঃ

মাস্ক পরিধান না করা ও স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে ২০ জনকে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার ১লা ডিসেম্বর দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফের নেতৃত্বে শহরের প্রাণকেন্দ্র চাষাড়ার এলাকায় এ জরিমানা করা হয়।

কামরুল হাসান মারুফ জানান, দেশে করোনার দ্বিতীয় ধাক্কা আসতে শুরু করেছে। সংক্রমণ থেকে বাঁচতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। কিন্তু এখনো অনেকেই নানা অজুহাত দিয়ে মাস্ক পরছে না। কেউ কেউ আবার পকেটে রেখে ঘোরাঘুরি করছে,অনেকে আবার থুতনিতে ঝুলিয়ে রাখছে।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জবাসীকে সচেতন করার লক্ষ্যে চাষাড়াতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং মাস্ক বিতরণ করা হয়। এসময়ে ২০ জনকে জরিমানা করা হয়।

বাছাইকৃত সংবাদ

No posts found.