৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, বিকাল ৫:২৫

জেলা আ.লীগের প্রতি কৃতজ্ঞতা জানাতে পারলাম নাঃ আনোয়ার হোসেন

প্রাইমনারায়ণগঞ্জ.কম

প্রাইম প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেছেন, যারা আমাকে ভালোবাসে, যারা শেখ হাসিনার উন্নয়নের কর্মকান্ডে বিশ্বাসী, তারা আমাকে ভালোবাসে এই নামফলক ভাঙ্গার প্রতিবাদ করেছে। জাতীয় পার্টির অনেক নেতৃবৃন্দ যারা বঙ্গবন্ধু বিশ্বাসী তারাও প্রতিবাদ করেছে। জেলা আওয়ামী লীগ এই অন্যায়ের প্রতিবাদ না করায় আমি তাদের প্রতি কৃতজ্ঞতা করতে পারলাম না।

বৃহস্পতিবার ২৬শে নভেম্বর বেলা ১১টার দিকে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

তিনি জানান, আমি দুঃখিত সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি যারা তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাতে পারলাম না। বঙ্গবন্ধুর আদর্শের কর্মী হিসেবে আনোয়ার হোসেনের নামফলক ভাঙ্গার প্রতিবাদ করতে পারলো না।  আমি ধন্যবাদ জানাই পরিষদের কর্মকর্তাদের নিকট যারা এই অন্যায়ের প্রতিবাদের জন্য তিন দিনের কর্মবিরতি পালন করছে।

আনোয়ার হোসেন আরও বলেন, আমি খোকাকে ক্ষমা করে দিলাম। আমার কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন নাই। কখনও অনুশোচনা হলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ো।’ পাশাপাশি নামফলক ভাঙার ঘটনায় সকল প্রতিবাদ কর্মসূচি স্থগিত রাখার কথা জানান আনোয়ার হোসেন।

গত ১৭ নভেম্বর সোনারগাঁ জিআর ইনস্টিটিউশনে সাঁটানো আনোয়ার হোসেনের নামফলক ভাঙার ঘটনায় নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকাকে অভিযুক্ত করা হয়। এর প্রতিবাদে গত মঙ্গলবার থেকে জেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারী এক ঘন্টা করে কর্মবিরতি কর্মসূচি পালন করছিলেন। এ সময় উপস্থিত সকলে কালো ব্যাজ ধারণ করেন।

এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, মো. আলাউদ্দিন, মাহবুবুর রহমান রোমান, ফারুক হোসেন, মোস্তাফিজুর রহমান মাসুদ, সহকারী প্রকৌশলী মো. ওয়ালীউল্লাহ, উপসহকারী প্রকৌশলী কাঞ্চন কুমার পালিত, প্রশাসনিক কর্মকর্তা কেএম রাশেদুজ্জামান, হিসাবরক্ষণ কর্মকর্তা মঞ্জুরুল আলম, উচ্চমান সহকারী মীর মাহমুদা খানম, নমিতা মল্লিক, সার্ভেয়ার রকিবুল হাসান, অফিস সহকারী মিলন হোসেন, হারুন অর রশিদ, কম্পিউটার অপারেটর হারুন প্রমুখ।

বাছাইকৃত সংবাদ

No posts found.