
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের জালকুড়ি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জালকুড়িতে ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে হাজীগঞ্জ, আদমজী ও মন্ডলপাড়া ফায়ার স্টেশনের ৭ টি ইউনিট

সোমবার (১৬ নভেম্বর) রাতে জালকুড়ির খিরত আলী স্কুলের পাশের একটি ঝুটের গোডাউনে আগুনের শুরু হয় বলে জানায় স্থানীয়রা। পরে তা আশেপাশের আরো গোডাউন ও দোকানে ছড়িয়ে পড়ে বলেও জানায় তারা।

এদিকে, অগ্নিকান্ডের বিষয়ে প্রাইম নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন মন্ডলপাড়া ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. আরেফিন। তিনি প্রাইম নারায়ণগঞ্জকে বলেন, জালকুড়িতে আগুনের খবর পেয়ে আমাদের ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। ইতিমধ্যে হাজীগঞ্জ ও আদমজী ফায়ার সার্ভিসের ইউনিট পৌছেছে।
No posts found.