
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রকাশ্যে বহুতল ভবনে বিশ্বনবী মুহাম্মদ (সাঃ) এর ব্যাঙ্গ কার্টুন প্রকাশের প্রতিবাদে বিশ্ব নবীর অপমান সইবে নারে মুসলসান এ শ্লোগানকে সামনে রেখে মহাসমাবেশ চলছে।
নারায়ণগঞ্জ মহানগর উলামা পরিষদের উদ্যোগে এ মহাসমাবেশ চলছে।
সমাবেশে মহানগর উলামা পরিষদের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন জেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন আমলাপাড়া মাদ্রাসার মোহতামিম মাওলানা আব্দুল কাদের, দেওভোগ মাদ্রাসার মোহতামিম মাওলানা আবু তাহের জিহাদী, জেলা উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসাইন কাসেমী।
এছাড়া আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিস মহানগর শাখার সহ-সভাপতি মোঃ ইলিয়াস হোসাইন, সমাবেশে মহানগর উলামা পরিষদের সহ সভাপতি মাওলানা আব্দুর রহিম, মুফতি বশির আহামদ প্রমুখ।
No posts found.