
নিজস্ব প্রতিবেদকঃ
মহান মুক্তিযুদ্ধে ও জাতীয় জীবনে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতা পুরস্কার-২০২০ পেয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
বৃহস্পতিবার ২৯শে অক্টোবর সকালে প্রধানমন্ত্রীর পক্ষে মন্ত্রী গাজীকে স্বাধীনতা পুরস্কার পদক ও সম্মাননা পত্র তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি ওসমানী স্মৃতি মিলনায়তনে যুক্ত হয়ে অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। গণভবন প্রান্তে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউসসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ পুরস্কারের জন্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নাম প্রকাশ করা হয়। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনস্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে স্বাধীনতা পদক দেওয়ার অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল। একইসাথে দেশের বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২০’ প্রদানের জন্য মনোনীত করে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ।
আজ স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,‘প্রত্যেকটা মানুষ যখন একটা সমাজের জন্য, একটি জাতির জন্য, একটি দেশের জন্য অবদান রাখে, তাদের একটা সম্মান করা, গুণীজনের সম্মান করা, এটা মনে করি আমাদের কর্তব্য।’
পুরস্কারপ্রাপ্ত মনোনীত বিশিষ্ট ব্যক্তিদের নাম ঘোষণা ও সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন অনুষ্ঠানের সঞ্চালক খন্দকার আনোয়ারুল ইসলাম। প্রথমে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানে জন্য পুরস্কার গ্রহণ করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
এর আগে রাষ্ট্র গোলাম দস্তগীর গাজীকে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বীর প্রতীকের খেতাব দেয়। আর এবার দেশের স্বাধীনতা অর্জনে এই বীরযোদ্ধার অবদানের প্রতি সম্মান জানালো জাতি। তিনি এবার অর্জন করলেন স্বাধীনতা পুরস্কার। এছাড়া ২০১৮ সালে সমাজসেবামূলক কার্যক্রমে অবদান রাখার জন্য আন্তর্জাতিক মাদার তেরেসা পদকে ভূষিত করা হয় তাকে। বর্তমানে সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন গোলাম দস্তগীর গাজী। এছাড়া তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে টানা তৃতীয় দফায় নির্বাচিত সংসদ সদস্য।
No posts found.