৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, রাত ১:২৪

মায়ের সাথে জেদ করে মেয়ের আত্মহত্যা

প্রাইমনারায়ণগঞ্জ.কম

নিজস্ব প্রতিবেদকঃ

ঘর গোছানো নিয়ে মায়ের সাথে তর্কে জড়িয়ে পরে কলেজছাত্রী তামান্না। খুব জেদি মেজাজের তামান্না অল্পতেই রেগে গিয়ে মায়ের সাথে অভিমান করে। রাতে ঘুমানোর সময় দরজা আটকিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে ফতুল্লার দেওভোগ এলাকার দেওভোগ নূর মসজিদ এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার জানায়,  তামান্না খুব জেদী স্বভাবের ছিল। পুরাতন বাড়ি ছেড়ে নতুন বাড়িতে উঠে তামান্নার পরিবার। গতকাল বিকেলে তামান্না তার মায়ের সঙ্গে ঘর গোছানো নিয়ে তর্কে জড়িয়ে পড়ে। এতে মায়ের সাথে অভিমান করে তামান্না। রাতে ঘরের দরজা বন্ধ দেখে জানালা দিয়ে তার মা দেখেন ফ্যানের সঙ্গে শাড়ি কাপড় বেধে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে তামান্না। এরপর আশপাশের লোকজনদের নিয়ে দরজা ভেঙ্গে তামান্নার নিথর দেহ উদ্ধার করে। এরপর ভিক্টোরিয়া হাসপাতালে নিলে জরুরী বিভাগের চিকিৎসক তামান্নাকে মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন প্রাইম নারায়ণগঞ্জকে জানান, নিহত তামান্নার বাবা একটি লিখিত আবেদন করেছে। এ বিষয়ে আমরা তদন্ত করে দেখা দেখছি।

প্রাইম/এসএম

বাছাইকৃত সংবাদ

No posts found.