৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, সকাল ৭:৪৭

চাষাড়ায় ধর্ষনের প্রতিবাদে সাইকেল র‍্যালী

প্রাইমনারায়ণগঞ্জ.কম

নগর প্রতিবেদকঃ

নোয়াখালীর বেগমগঞ্জ, সিলেট সহ সারাদেশে ঘটে যাওয়া একের পর এক ধর্ষন  ও গণধর্ষনের প্রতিবাদে চাষাড়ায় ‘নারায়ণগঞ্জ সাইকেলিস্ট কমিউনিটি’(এনসিসি),তোলারাম কলেজের শিক্ষার্থীরা সাইকেল র‍্যালী করেছে ।

বৃহস্পতিবার ১৫ই অক্টোবর সকালে নগরীর প্রাণকেন্দ্র চাষাড়ায় র‍্যালীটি শুরু হয়ে

মেট্রো সিনেমা হল চত্বর, ২নম্বর রেলওয়ে গেট, সিটি কর্পোরেশন ও নিতাইগঞ্জ মোড় ঘুরে শহীদ মিনার এসে অবস্থান নেয় ।

অবস্থানকালীন  আন্দোলনের মুখপাত্র ফারহানা মানিক মুনা থেকে জানতে চাওয়া হয় ‘সরকার ধর্ষনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড মেনে নিয়েছেন , তবুও এই র‍্যালী কেন?’

তিনি জানান , আমাদের দাবী কখনোই মৃত্যুদন্ড ছিলো না। আমরা চাই অপরাধের হার কমে আসুক । এত দিন দেখেছি ধর্ষনের হার বেড়েছে , এখন দেখতে হবে নারীর মৃত্যুর হার বেড়ে গিয়েছে । কারণ অপরাধী ধর্ষন করার পর তাকে যাতে চিহ্নিত করতে না পারে এজন্য সে খুন করতে দ্বিধাবোধ করবে না ।

তিনি আরও বলেন , আমরা চাই অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি হোক । এই বিচার এর সম্পূর্ণ প্রক্রিয়া আমরা চাই ৯০ দিনের মধ্যে সম্পন্ন হোক । যাতে অপরেধের হার কমে আসে ।

ফারহানা মুনা জানান,  আগামীকাল নারায়ণঞ্জে এক বিক্ষোভ সমাবেশ করবো এবং এর আমরা লংমার্চ করে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দেব বলে জানান ফারহানা মানিক মুনা ।

বাছাইকৃত সংবাদ

No posts found.