৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, সকাল ৮:১৩

ধর্ষণবিরোধী আন্দোলন উচ্ছেদে পুলিশ

প্রাইমনারায়ণগঞ্জ.কম

নগর প্রতিবেদকঃ

নোয়াখালীর বেগমগঞ্জ ও সিলেট সহ সারাদেশে ঘটে যাওয়া একের পর এক ধর্ষণ ও গণধর্ষণের প্রতিবাদে ‘ধর্ষন ও নিপিড়ন বিরোধী ছাত্র ঐক্য’ এর অবস্থান কর্মসূচিতে বাঁধা দিয়ে উচ্ছেদ করেছে সদর থানার পুলিশ ।

শনিবার ১০ অক্টোবর দুপুর ১টায় ধর্ষণবিরোধী আন্দোলনের ৬ষ্ঠ দিনে নারায়ণগঞ্জ কেদ্রীয় স্মৃতিস্তম্ভের সামনে ‘ধর্ষন ও নিপিড়ন বিরোধী ছাত্র ঐক্য’ এর অবস্থান কর্মসূচিতে বাধা দেওয়া হয়।

উচ্ছেদকালে ডিবির এক পুলিশ কর্মকর্তা বলেন , এখানে এতো গণসমাগম এর কারণে সাধারন যাত্রীদের নানা ভোঘান্তি পোহাতে হচ্ছে এই কারণে আপনাদের এখনই প্রস্থান করতে হবে । এখানে দীর্ঘ ২০-২৫ মিনিট ‘ধর্ষন ও নিপিড়ন বিরোধী ছাত্র ঐক্য’ এবং পুলিশের মধ্যে আইনি বিতর্ক চলে ।  

পরে পুলিশের বাঁধা পেয়ে ছাত্রফ্রন্টের এর জেলা সভাপতি সুলতানা আক্তার বলেন , পুলিশের পক্ষ থেকে আজকে তাদের বাঁধা দিয়ে বলা হচ্ছে রাজপথে আন্দোলন করার অধিকার আমাদের নেই । যেখানে সংবিধান আমাদের আন্দোলন করার অধিকার দেয় সেখানে পুলিশ আমাদের আমাদের নানা রকম হুমকি দিচ্ছে ।

ছাত্র ইউনিয়ন এর সভাপতি শুভ বনিক বলেন , এই চাষাঢ়ায় যেখানে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা যানজট লেগে থাকে ।আর আজকে আমরা রাস্তাতে চলার সুযোগ করে দিয়ে অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণভাবে অবস্থান করছি, তাতে নাকি জনগণের ভোগান্তি পোহাতে হচ্ছে খুবই হাস্যকর ব্যাপার এটা । এই সৈরাচারী  সরকারের পুলিশ কর্মকর্তারা নানা ভাবে আমাদের নানা হুমকি, ধমকি দিয়ে এই আন্দোলন বন্ধ করার চেষ্টা করছে । আমরা আমাদের আন্দোলন অভ্যাহত রাখব । আগামীকাল বিকেল ৩টায় শহীদ মীনার প্রাঙ্গনে অবস্থান নিয়ে আমরা আমাদের অবস্থান কর্মসূচী অব্যাহত রাখবো ।

বক্তব্য শেষে ‘ধর্ষন ও নিপিড়ন বিরোধী ছাত্র ঐক্য’ এর ব্যাক্তিবর্গরা বিক্ষোভ মিছিলের মাধ্যমে প্রস্থান করে ।

বাছাইকৃত সংবাদ

No posts found.