৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, দুপুর ১২:৩৫

নারায়ণগঞ্জে ট্রেনের চারটি বগি লাইনচ্যুত

প্রাইমনারায়ণগঞ্জ.কম

নগর প্রতিবেদকঃ

ঢাকা থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জ একটি ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে।এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এতে আড়াই ঘন্টা ধরে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে রেল চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার ২৪শে সেপ্টেম্বর দুপুর ১টায় শহরের ১ নং রেল গেটে ট্রেনটি লাইনচ্যুত হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার গোলাম মোস্তফা বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি দুপুর ১টায় নারায়ণগঞ্জ শহরের ১ ও ২ নম্বর রেল গেটের মাঝামাঝি জায়গায় লাইনচ্যুত হয়।ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হওয়াতে আপাতত রেল চলাচল বন্ধ আছে। রেল চলাচল স্বাভাবিক হতে সন্ধ্যা পর্যন্ত সময় লাগতে পারেম বলে জানান তিনি।

বাছাইকৃত সংবাদ

No posts found.