৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, সন্ধ্যা ৬:০২

নতুন ঠিকানায় কুতুবপুর ভূমি অফিস

প্রাইমনারায়ণগঞ্জ.কম

নিজস্ব প্রতিবেদক:

ফতুল্লা রাজস্ব সার্কেল এর অধীন কুতুবপুর ইউনিয়ন ভূমি অফিস তাদের নিজস্ব নতুন ভবনে সেবা দেয়া শুরু করেছে। সরকারি খাস জমি উদ্ধার করে এ অফিস নির্মাণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘ দিন ধরে ৩৯ একর সরকারি জমি দখল করে রেখেছিলো একটি মহল। গত বছর জেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় তা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এ সম্পত্তির মূল্য প্রায় ১০ কোটি টাকা বলে জানা গেছে। পরে ভূমি মন্ত্রণালয়ের ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় কুতুবপুর ইউনিয়ন ভূমি অফিস নতুন ভবনে স্থানান্তর করা হয়। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, নতুন অফিসে ভূমি মালিকদের সেবা দিতে আগের মতোই তৎপর রয়েছে ভূমি কর্মকর্তা-কর্মচারীরা। কয়েকজন সেবাগ্রহীতার সঙ্গে কথা বলে জানা গেছে নতুন অফিসে এসে তারাও সন্তুষ্ট ও খুশী।

ভূমি কর্মকর্তারা জানান, নতুন বা পুরনো অফিস নয় আমরা সব সময়ই সেবা দিতে প্রস্তুত থাকি। ভূমি মালিকদের সেবা দিতে এবং সরকারি জমি দেখভাল করতে আমরা তৎপর রয়েছি-থাকবো।

উল্লেখ্য, কুতুবপুর ইউনিয়ন ভূমি অফিস জেলার সবচেয়ে বড় ভূমি অফিস। আগে ঢাকা-নারায়ণগঞ্জ পুরনো সড়কের পাগলা বাজারের ভিতর এ অফিস ছিলো। এখন পাগলার লোকনাথ মন্দিরের উত্তর পাশে নদীর তীরে নতুন অফিস করা হয়েছে।

বাছাইকৃত সংবাদ

No posts found.