
সদর উপজেলার ফতুল্লার বিসিক এলাকায় গতকাল রবিবার ফকিরা গার্মেন্টসের এক সুপার ভাইজারকে অস্ত্রের ভয় দেখিয়ে ও মারধর করে ২৫ হাজার টাকা মুল্যের একটি মোবাইল সেট এবং নগদ ১২ হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ও টহলরত পুলিশ এগিয়ে এসে সঞ্জয় (৩২) নামের
একজনকে আটক করে। এসময় তার সহযোগীরা টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ছিনতাইকৃত মোবাইল, ৫৪০০ টাকা ও ছিনতাইকাজে ব্যবহৃত চাকু উদ্ধারসহ দুই জনকে আটক করে। আটককৃতরা হলেন সাইদুর রহমান আকাশ (৩০) ও মামুন দেওয়ান (২৬)।
মারধর ও ছিনতাইয়ের শিকার সুপারভাইজারের নাম আরিফুল ইসলাম (২৪)।
স্থানীয় সূত্র জানায়, বিসিক শাসনগাওস্থ এন.আর গ্রুপ গার্মেন্টস সংলগ্ন বুথ হইতে টাকা উত্তোলন করে রাস্তা পার হলে চারজন দেশীয় অস্ত্র-সস্ত্র সহকারে মোঃ আরিফুল ইসলাম (২৪)কে অস্ত্রের ভয় দেখিয়ে ও মারধর সহ গলায় শ্বাসরোধ করে নগদ টাকা এবং একটি স্যামসাং মোবাইল সেট ছিনিয়ে নেয়। এসময় আরিফুলের ডাক চিৎকারে করিলে স্থানীয় লোকজন এবং টহলরত পুলিশ এগিয়ে আসেন। এসময় সঞ্জয় (৩২) কে আটক করা হয় এবং তিনজন পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে পলাতক ৩ জনের মধ্যে দুইজনকে গ্রেফতার করে পুলিশ।
No posts found.