৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, দুপুর ১২:৫০

ফতুল্লায় অজ্ঞাত কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

প্রাইমনারায়ণগঞ্জ.কম

নারায়ণগঞ্জের ফতুল্লায় অজ্ঞাত এক কিশোরের গলাকাটা লাশ পাওয়া গেছে।নিহতের পরনে লাল চেক ফুলহাতা শার্ট ও জিন্স প্যান্ট ছিল।

মঙ্গলবার ২২শে ডিসেম্বর সকালে ফতুল্লার মধ্য নরসিংপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানায়, সকালে অজ্ঞাত এক কিশোরের লাশ পরে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। তার পরনে ছিল লাল চেক ফুলহাতা শার্ট ও জিন্স প্যান্ট। নিহত ওই কিশোরকে নরসিংপুর এলাকার কেউ চিনেন না বলে জানান তারা।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। তার পরিচয় জানার চেষ্টা চলছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে পুলিশের কয়েকটি টিম তদন্ত শুরু করেছে।

বাছাইকৃত সংবাদ

No posts found.