৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, দুপুর ২:৪১

ফতুল্লায় একই পরিবারের তিনজন আগুনে দগ্ধ

প্রাইমনারায়ণগঞ্জ.কম

ফতুল্লা প্রতিনিধিঃ

ফতুল্লায় ইসদাইর গাবতলী এলাকায় একই পরিবারের তিনজন আগুনে দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ৩রা ডিসেম্বর ভোরে ইসদাইর গাবতলী এলাকার ইয়াসিন মিয়ার তিনতলা বাড়ির নিচ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন,ফতুল্লার উত্তর ইসদাইর গাবতলী এলাকার ভাড়াটিয়া রেজা কাজী (৪৫), তার স্ত্রী জমিলা খাতুন (৩৫) ও তাদের মেয়ে মিতু আক্তার (১৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান,আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা বলতে পারছি না। আগুনে রেজা কাজীর পুরো শরীর ঝলসে গেছে, তার স্ত্রীরও শরীরের অধিকাংশ পুড়ে গেছে। তাদের দুজনের চেয়ে কম পুড়েছে মিতু আক্তারের শরীর। তবে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

বাছাইকৃত সংবাদ

No posts found.