
ফতুল্লার আলোচিত-সমালোচিত ব্যবসায়ী ও শিল্পপতিদের ক্লাব খ্যাত দি ইউনাইটেড এসােসিয়েশনের সভাপতি তােফাজ্জল হােসেন তাপুকে আবারও গ্রেফতার করেছে পুলিশ।
হােসেন জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মেহেদী হােসেনের দায়ের করা এক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। দেয়াল ভাঙ্গা, হুমকি দেয়ার অভিযােগ ও ২০ লাখ টাকা চাঁদার দাবীতে বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে তাকে ইউনাইটেড ক্লাব থেকে গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ।
পুলিশ আরও জানায়, এ মামলায় তােফাজ্জল হােসেন তাপু, কামাল হােসেন, আব্দুল মমিনসহ অজ্ঞাতনামা ১০/১২জনকে আসামী করা হয়েছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হােসেন বলেন, রাত সাড়ে আটটার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় অবস্থিত ইউনাইটেড ক্লাব থেকে তাকে গ্রেফতার করা হয়৷ হােসেন জুট মিলের মালিক সন্ধ্যায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিদেরও গ্রেফতারে অভিযান চলছে৷
উল্লেখ্য এর আগেও এসপি হারুন থাকাকালীণ সময়ে জুয়ারীদের বিভিন্ন ক্লাবে অভিযানের সময়ে ইউনাইটেড ক্লাবের মধ্যে জুয়া খেলার অভিযােগে তাপুসহ আরও বেশ কয়েকজনকে আটক করেছিল পুলিশ।
No posts found.