
ফতুল্লা প্রতিনিধিঃ
সামাজিক সংগঠন আলোকিত কাশিপুরের কার্যালয় উদ্বোধন করেছেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম. সাইফ উল্লাহ বাদল।
শনিবার ২৬শে সেপ্টেম্বর দুপুরে কাশিপুরের আমবাগান এলাকায় সংগঠনের এই কার্যালয় উদ্বোধন করা হয়। দুদু মিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলার শ্রেষ্ঠ তরুন করদাতা, পিয়ান গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক হাজী বদরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক এম. এ. সাত্তার, আলোকিত কাশিপুর সংগঠনের শহীদুল ইসলাম খাঁ, গোলাম হায়দার।
এসময় আরও উপস্থিত ছিলেন কাশিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোমেন শিকদার, জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, ফতুল্লা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম মান্নান, উজির আলী হাই স্কুলের প্রধান শিক্ষক হুমায়ন কবির, লুৎফর বিশ্বাস, পারভেজ প্রমুখ।
No posts found.