৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, দুপুর ১২:১৭

ছিনতাইকারীর কবলে ফটো সাংবাদিক নুর ইসলাম

প্রাইমনারায়ণগঞ্জ.কম

প্রাইম প্রতিবেদকঃ

শহরের দেওভোগ জোড়া পানির ট্যাংকি এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন সাংবাদচর্চা পত্রিকার ফটো সাংবাদিক নুর ইসলাম। বৃহস্পতিবার রাত ২ টার দিকে এ ঘটনা ঘটে পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যায়। নুর ইসলামের মতো অনেকেই প্রায় প্রতিদিন শহরের আশপাশের অলিতে গলিতে ছিনতাইকারীরদের কবলে পড়ছে। এই সব ঘটনায় থানায় অভিযোগ করা হলে পুলিশের তেমন একটা ভূমিকা রাখতে পারে না। যা আগের অনেক ঘটনায় দেখা গেছে।

সকালে হাসপাতাল থেকে ফিরে আহত নুরইসলামের ছোট ভাই ফতুল্লা মডেল থানায় ছিনতাইকারীদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। শুক্রবার রাত ১১ টা পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি। ফটো সাংবাদিকের ভাই অভিযোগের ঘটনায় বর্ণনায় বলেছেন, রাতে কাজ শেষ করে বাংলাকাজার এলাকায় তাদের বাড়িতে ফেরার পথে পানির ট্যাংকি এলাকায় একটি অটো থেকে ৬ জন ছিনতাই নেমে নুর ইসলামকে আটকে ধরে। এসময় নুর ইসলামের তাদের বাধা অতিক্রম করার চেষ্টা করলে ছিনতাইকারীরা তাকে ছুরি দিয়ে আঘাত করে। পরে তারা নুরইসলামের কাছে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ফটো সাংবাদিকের ভাই বলেন, দেওভোগ নাগবাড়ি থেকে পানির ট্যাংকি পর্যন্ত অনেক গুলো সিসি ক্যামেরা আছে পুলিশ চাইলে সেখান থেকে ছিনতাইকারীদের সনাক্ত করতে পারবেন।
অভিযোগের তদন্তকারী ফতুল্লা মডেল থানার উপ-পরির্দশক সোহেল সিদ্দিক বলেন, ঘটনার বিষয়ে জানতে পেরে আমরা বিভিন্ন স্থানে অভিযুক্তদের খোঁজ করছি। দ্রুত তাদের আটক করা হবে বলে জানান তিনি।

এ প্রসঙ্গে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন জানান, ফটো সাংবাদিকের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নোয়া হয়ে। এছাড়া ছিনতাইকারীদের বিষয়ে পুলিশ কঠোর বলে জানান তিনি।

সূত্রে জানা গেছে, এ বছরের শুরুর দিকে ফতুল্লায় এক চালককে ছুরিকাঘাতে হত্যা করে ব্যাটারিচালিত ইজিবাইক ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারী ছন্মবেশি দুর্বৃত্তরা। ওইদিন রাতেই ইজিবাইক চালক টিপু হাওলাদারকে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ ঘটনায় ইজিবাইক চালক রাতেই মারা যান। ফলে দায়িত্বে অবহেলার কারণে এসআই মিজানুর রহমান-২ সহ তার সঙ্গীয় ফোর্সকে থানা থেকে প্রত্যাহার করা হয়। এর পর বক্তাবলি, শহরের জামতলা, লিংবরোড, ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের মাসদাইর এলাকায়সহ বিভিন্ন স্থানে ছিনতাইয়ের ঘটনা ঘটছে।

সতেচন মহল মনে করেন, রাতে পুলিশ দায়িত্বের অবহেলার না করলে সড়ক গুলো নিরাপদে থাকবে। এজন্য পুলিশ প্রশাসেনর আরও কঠোর হওয়া প্রয়োজন।

বাছাইকৃত সংবাদ

No posts found.