৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, সন্ধ্যা ৭:১৬

ভুয়া মেজর আরিফুল সব পারে

প্রাইমনারায়ণগঞ্জ.কম

ব্যাংকার থেকে বিগ্রেডিয়ার জেনারেল সেজে ফাঁসাতে গিয়ে নিজেই ডিবির ফাঁদে ফেঁসে গেলেন শরীফুল ইসলাম শরীফ (৬১) নামের এক প্রতারক। কেবল সেনা কর্মকর্তা নয়, প্রয়োজনে সেজেছেন আওয়ামীলীগ নেতা ও আইনজীবিও!

সোমবার শরীফুল ইসলাম শরীফকে গ্রেফতার করে নারায়ণগঞ্জের জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল, তার বাসা থেকে জব্দ করা হয় সেনা কর্মকর্তা, আওয়ামীলীগ নেতা ও আইনজীবি পরিচয়ের বেশ কয়েকটি ভুয়া সিল ও জালিয়াতির প্রমাণাদি।

বুধবার বিকেলে জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা গোয়েন্দা পুলিশের ওসি (ডিবি পশ্চিম) এস এম আলমগীর হোসেনের নেতৃত্বে ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে শরীফুল তার প্রকৃত পরিচয় প্রকাশ করে এবং রাসেল ভূইয়াকে ফাঁসাতে এই কৌশল অবলম্বন করে বলে স্বীকার করে।

পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ তার বাসা থেকে ৪ আগস্ট সন্ধ্যায় মো. সাইফুল ইসলাম (পিএসসি এন্ড ডিসি) বিগ্রেডিয়ার জেনারেল, পৌর চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক (বাংলাদেশ আওয়ামী লীগ), এ্যাডভোকেট শরীফুল ইসলাম শরীফ লেখা ৪টি প্লাষ্টিকের ভূয়া সীল জব্দ করে।

বাছাইকৃত সংবাদ

No posts found.