৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, রাত ৮:০৮

দাতা সড়কে মাদক ব্যবসায়ীদের দাপটে অতিষ্ঠ এলাকাবাসী

প্রাইমনারায়ণগঞ্জ.কম

সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে মাদকসেবীদের আনাগোনা বেড়ে যায়। বিক্রেতাদের ঘরে, উঠানে, পাশের রাস্তায় বসে মাদকের আসর। মাদকসেবীদের শোরগোল, চেঁচামেচি, হাতাহাতি এখানে প্রতিদিনের ঘটনা। এ চিত্র নারায়ণগঞ্জ সদর উপজেলার পানির টাংকির দাতা সড়ক এলাকার। এই এলাকাটি এখন পরিণত হয়েছে মাদকের আখড়ায়।

জানা যায়, প্রতিদিনই সন্ধ্যার পর মাদকের হাট বসে এখানে। হাত বাড়ালেই পাওয়া যায় ফেন্সিডিল, গাজা, হেরোইন, ইয়াবাসহ হরেক রকমেন মাদকদ্রব্য। সারাদিনই চলে বেচাকেনা, তবে দিন গড়িয়ে বিকেল হতেই শহর ও শহরতলীর বিভিন্ন পাড়া মহল্লার মাদকসেবীদের আনাগোনা শুরু হয় দাতা সড়কে। কেউ আসে মোটরসাইকেল হাকিয়ে, কেই আসে রিকশায়, পায়ে হেটে আসা খোরের সংখ্যাও কম নয়। সন্ধ্যার পর ক্রেতা-বিক্রেতাদের উৎপাত চরমে উঠে, তাদের বেপরোয়া চলাফেরা আর অশালীন আচরণে এই দাতা সড়কবাসী মানুষের বসবাস দুরূহ হয়ে উঠেছে।

খোঁজ নিয়ে জানা যায়, সমগ্র এলাকাটি এখন মাদক সিন্ডিকেটের দখলে রয়েছে। এছাড়া মাদকসেবীদের কাছে স্থানটি এখন মাদকের ডিপো নামে বেশ পরিচিত। এইসব মাদক বিক্রেতা ও মাদকসেবীদের কারণে স্বস্তি পাচ্ছে না সাধারণ মানুষ। আরো জানা যায়, কিছু উশৃংখল যুবক এই এলাকার বিভিন্ন অলি-গলিতে মধ্যরাত পর্যন্ত অবস্থান করে তাদের এই বিশাল মাদক সাম্রাজ্য দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। মাদকের এই ভয়াবহ সিন্ডিকেট উৎখাতে ব্যর্থ হয়েছে স্থানীয়রা, বাধা দিলে আসে জীবননাশের হুমকি, যে কারণে হাল ছেড়েছেন অনেক আগেই। এলাকাবাসীর ভদ্রতাকে পুজি করে, মাদক সিন্ডিকেটের সাইন বোর্ড আর কথিত বড়ভাইদের আশ্রয়-প্রশ্রয়ে চক্রটি রাতে চুরি, ছিনতাই সহ চাদাবাজি করেও বেশ উপার্জন করে বলে অভিযোগ রয়েছে ।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীদের অনেকে এই প্রতিবেদককে জানান, দিন দিন বেড়েই চলছে ক্রেতা-বিক্রেতার উৎপাত। মাদক খেয়ে মাতলামী করা থেকে শুরু করে এলাকার নারীদের ইভটিজিং করা সহ বিভিন্নভাবে হয়রানি করা হয় এই এলাকার মানুষদের।

শুধু দাতা সড়কই নয়, এই অঞ্চলের বেশ ক’টি স্থানে হাত বাড়ালেই ইয়াবা, গাঁজা, হেরোইন, ফেনসিডিল, চোলাই মদসহ বিভিন্ন ধরনের মাদক মেলে। ফলে দিন দিন মাদকাসক্তের সংখ্যা বাড়ছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এ অবস্থা চলে এলেও মাদক ব্যবসায়ী ও মাদক নির্মূলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।

বাছাইকৃত সংবাদ

No posts found.