৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, দুপুর ১২:২০

রূপগঞ্জে ছিনতাই মামলার বাদীকে হত্যার হুমকি

প্রাইমনারায়ণগঞ্জ.কম

রূপগঞ্জ প্রতিনিধি

রূপগঞ্জের ভোলাবো এলাকার ব্যবসায়ী আব্দুল কাইয়ুম মিয়ার ১ লাখ ১০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় কাইয়ুমের স্ত্রী মাহমুদা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

ছিনতাইকারী কামরুল মিয়া, রফিকুল ইসলাম, শাকিল ওরফে শান্ডা শাকিল, সজিব মামলা তুলে নিতে বাদী মাহমুদা বেগমকে হত্যার হুমকি দেয়। হুমকির ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে আবারো রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেছেন বাদীর পরিবার।

মামলার বাদি মাহমুদা বেগম জানান, ভোলাবো ইউনিয়নের আতলাপুর এলাকায় গত ২০ ডিসেম্বর দুপুর ১২ টায় যমুনা ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন ব্যবসায়ী আব্দুল কাইয়ুম মিয়া। এসময়  ছিনতাইকারী কামরুল মিয়া, রফিকুল ইসলাম, শাকিল ওরফে শান্ডা শাকিল, সজিব ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে ১ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। বাঁধা দেয়ায় তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে।

২৬ ডিসেম্বর ছিনতাইকারীরা কাইয়ুমের বাড়িতে হামলা চালায় এবং মামলা তুলে নিতে হুমকি দেয়। মামলা তুলে না নিলে বাদীকে হত্যা করে লাশ শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দেয়ার হুমকি দেয়। হুমকির পর থেকে নিরাপত্তায় হীনতায় ভুগছে পরিবার।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

বাছাইকৃত সংবাদ

No posts found.