৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, রাত ২:৩৮

সন্ধার পরেই উৎপাত বাড়ে কিশোর গ্যাংয়ের

প্রাইমনারায়ণগঞ্জ.কম

প্রাইম নারায়ণগঞ্জ:

নগরীল উকিলপাড়া এলাকায় হোসিয়ারী কর্মী হিসাবে কাজ করে গাজীপুর জেলার কাপাসিয়া এলাকার সিকান্দার আলীর ছেলে শান্ত ইসলাম সাগর (২৪)। কোনো এক কাজে চাষাড়ায় যায় সে। ঠিক তখনই কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য এসে অযথাই মোবাইল চুরির অপবাদ দিয়ে ছেলেটির সাথে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ছেলেটিকে বেদম মারধর করতে করতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ঘটে এ ঘটনা।

শুধু এ ঘটনাই নয়, নগরীর বিভিন্ন এলাকায় প্রায়ই কিশোর গ্যাংয়ের সদ্যদের হাতে লাঞ্চনা, মারধর, জখম ও খুনের অভিযোগও পাওয়া যাচ্ছে। দুদিন আগেই ছোট বোনকে ধর্ষণে বাধা দেয়ায় বড় বোনকে জখমের অভিযোগ গ্রেফতার হয় কিশোর গ্যাং লিডার জীবন। কিছুদিন আগে নগরীর পানির টাংকি এলাকায় ছিনতাইকারীর কবলে পড়ে এক সাংবাদিক। পড়ে ছিনতাইকারীদের হাতে গুরুতর জখন হন সেই সাংবাদিক। এছাড়া সাম্প্রতিক সময়ে শরীফ হত্যাসহ বেশ কিছু হত্যাকান্ডও সংঘঠিত হয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যদের হাতে।

ভুক্তভোগীরা বলছেন, সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্তই মূলত নগরী ও নগরীর বিভিন্ন অলিগলিতে কিশোর গ্যাংয়ের উৎপাত শুরু হয়। ইভটিজিং, মারধর ও ছিনতাইয়ের ঘটনাও ঘটে বেশি। ফলে কিশোরগ্যায় সহ অন্যান্য অপরাধীদের কারণে রাতে অনিরাপদ হয়ে পড়ছে চলাচল। এদিকে, নানা দুর্ঘটনার শিকার হলেও ঝামেলা এড়াতে অনেক ঘটনাতেই থানা পুলিশ পর্যন্ত যাচ্ছেন না ভুক্তভোগীরা। ফলে পুলিশের খাতায় থাকছে না অপরাধ ও অপরাধীদের প্রকৃত সংখ্যা। কেউ কেউ দাবি করেন, পুলিশের কাছে অভিযোগ করে কোনো লাভও হয় না। অবশ্য অভিযোগ করার পর জড়িতরা ধরা পড়েছেন- এমন ঘটনাও কম নয়। মঙ্গলবারের ঘটনাতেই চাষাড়া এলাকা থেকে চাকুসহ কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

পুলিশের উর্ধ্বতন এক কর্মকর্তা প্রাইম নারায়ণগঞ্জকে বলেন, কিশোর গ্যাং নিয়ে বেশী আলোচনা হচ্ছে, আসলে কিশোর গ্যাং বলতে কিছুই নেই। কিছু বখাটে ছেলেরা নানা অপরাধে জড়িয়ে পড়ছে। আমরা প্রায়ই তাদের ধরে আইনের আওতায় আনছি। আর তাছাড়া ছিনতাইয়ের ঘটনা বেড়েছে এমন অভিযোগও সঠিক নয়। তবে করোনাকালে বেকার হয়েছে অনেকে। টাকার প্রয়োজনে কেউ কেউ অন্যায় পথে পা বাড়িয়ে থাকতে পারে। বিচ্ছিন্নভাবে যে দু-একটি ঘটনা ঘটেছে, সে সম্পর্কে পুলিশ অবহিত। প্রতিটি অপরাধ পর্যালোচনা সভাতেই কিশোর গ্যাং, ছিনতাই সহ সকল অপরাধ ঠেকানোর ওপর গুরুত্ব আরোপ করা হয়। প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। নিয়মিত নজরদারি ও টহল জোরদার করার কথাও বলা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, করোনাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির শিথিলতার সুযোগে তৎপর হয়ে ওঠে অপরাধীরা এবং এ করোনাকালেই অপরাধীদের নতুন সংস্করণ বের হয়, যার নাম কিশোর গ্যাং। পুরোনোদের সাথে নতুন করে চুরি-ছিনতাইসহ নানা অপকর্মে জড়িয়েছে এসব কিশোর গ্যাংয়ের সদস্যরা। তাদের সম্পর্কে পুলিশের কাছে পর্যাপ্ত তথ্যও নেই বলে দাবী তাদের। দেখা যায়, কিশোর গ্যাং গুলো কোনো বড় চক্রের সদস্য নয়। প্রায় প্রতিটি পাড়া-মহল্লায়ই উঠতি বয়সী ছেলেগুলো জড়িয়ে পড়ছে নানাবিধ অপকর্মে। ধরা পড়লে নাম উঠছে কিশোর গ্যাংয়ের তালিকায়।

চাষাড়ায় চুরির অপবাদ দিয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা কালে উদ্ধার করা হয় সাগরকে। একইসময়ে কিশোরগ্যাংয়ের চারসদস্য কে গ্রেফতার করা হয়, এসময় তাদের কাছ থেকে সুইস গিয়ার নামে একটি আধুনিক চাকু উদ্ধার করা হয় বলেও জানায় পুলিশ।

এদিকে, শরীফ হত্যাসহ সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাং কর্তৃক সংঘঠিত সবগুলো অপরাধমুলক কর্মকান্ডে জড়িত কিশোর গ্যাং সদস্যদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান সচেতন মহল।

বাছাইকৃত সংবাদ

No posts found.