৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, সকাল ৯:০৬

ছিনতাইকারীর কবলে প্রাণ গেল বসুন্ধরার বাবুর্চির

প্রাইমনারায়ণগঞ্জ.কম

বন্দর প্রতিনিধিঃ

বন্দর উপজেলার মদনপুরে শাহীন মাতব্বর নামে এক ব্যাক্তিকে শ্বাসরোধে হত্যা করেছে ছিনতাইকারীরা। তিনি বসুন্ধরা গ্রুপের বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (৬ অক্টোবর) রাত ২টার দিকে তালতলা লক্ষণখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহীন পিরোজপুর জেলার বালিপাড়া গ্রামের মৃত সুলতান মাতব্বরের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রাতে সোনারগাঁয়ের বসুন্ধরা ফ্যাক্টরি থেকে ফুপাতো ভাইয়ের বাসায় যান শাহীন। সেখান থেকে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়ে। এ সময় ছিনতাইকারীরা তাকে রশ্মি দিয়ে শ্বাসরোধে আহত করে মোটরসাইকেল, মোবাইল ও টাকা লুট করে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এ ঘটনায় নিহতের পরিবার  মামলা দায়ের করেছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। নিহতের লাশ  ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

বাছাইকৃত সংবাদ

No posts found.