
প্রাইম প্রতিবেদকঃ
আলোচিত ৭ খুন মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী নূর হোসেনকে একটি চাঁদাবাজী মামলায় খালাস দিয়েছে আদালত। একই সাথে তার সহযোগী আরও ৫ জন এই মামলায় খালাস পায়।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।ওইদিন কড়া নিরাপত্তার সাথে কাশিম্পুর কারাগার থেকে নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হয়,
খালাসপ্রাপ্তরা অন্যান্য আসামীরা হলেন, কাউন্সিলর শাহজালাল বাদল, শাহজাহান, মর্তুজা জামান চাচিল, আলী মোহাম্মদ ও বুলবুল।
জানা গেছে, ২০১৩ সালের ৩০ মে সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল এলাকার ইকবাল হোসেন নামের এক ব্যবসায়ীর কাছে নূর হোসেন ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে ইকবালের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে নূর হোসেন ও তার সহযোগীরা।
এ ঘটনায় ইকবাল হোসেন বাদী হয়ে নূর হোসেন ও তার ৫ সহযোগীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন।২০১৪ সালে এই মামলার চার্জশীট দেয় পুলিশ
No posts found.