৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, সকাল ৭:৫৪

দুই বোনকে ধর্ষণ, ২ দিনের রিমান্ডে আবু বক্কর

প্রাইমনারায়ণগঞ্জ.কম

আদালত প্রতিবেদকঃ

সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় দুই বোনকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কেয়ারটেকার আবু বক্করের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার ১৪ অক্টোবর দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আফতাবুজ্জানের আদালতে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

গতকাল মঙ্গলবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে ২২ ধারার জবানবন্দি দেন ওই দুই কিশোরী। 

সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দা পাড়া এলাকায় ৫ অক্টোবর রাতে বাবার সাথে অভিমান করে খালার বাড়ি যাচ্ছিলো দুই বোন। রাস্তায় তাদের দেখে ডাক দেয় পাশের বাড়ির কেয়ারটেকার আবু বক্কর। এরপর কৌশলে তার বাড়ির নিচ তলায় নিয়ে দুই বোনকে পালাক্রমে ধর্ষণ করে অভিযুক্ত।

 ঘটনা জানাজানি হলে ১২ অক্টোবর রাতে পুলিশ অভিযুক্ত আবু বক্করকে গ্রেফতার করে পুলিশ। পরে ওই দুই বোনের বাবা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জে মামলা দায়ের করে।

নারায়ণগঞ্জের আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, আসামি আবু বক্করের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে মঙ্গলবার দুই কিশোরী আদালতে ২২  ধারায় জবানবন্দি দিয়েছে।

বাছাইকৃত সংবাদ

No posts found.