
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির অল্লামা শাহ আহমদ শফীর মৃত্যু নিয়ে কটুক্তিকারী আলাউদ্দিন জিহাদীকে ১ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে এ আদেশ দেন।
এ তথ্য প্রাইম নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান। তিনি জানান, ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানী শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রবিবার দুপুরে মামুদপুর এলাকায় তার নিজ বাড়ি থেকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করে পুলিশ।
No posts found.