
প্রকাশ্য দিবালোকে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মুসা নামের এক ব্যক্তি খুন হয়েছে। শনিবার সকালে নগরীর ২নং রেলগেটস্থ ফকিরটোলা মসজিদের সামনে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীর হাতে খুন হওয়া মুছা আবুল সকারের ছেলে।
তার বাড়ি মুন্সিগঞ্জ জেলার ভিটিহোগলা গ্রামে। তিনি পেশায় ড্রেজার শ্রমিক বলে জানা যায়। এ ঘটনায় আকাশ ওরফে পাগলা আকাশ নামে এক ছিনতাইকারীকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোর্পদ করে।
এ বিষয়ে সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) তারেক পারভেজ জানান, সকালে শেরপুর থেকে নারায়ণগঞ্জে আসে মুছা। পর ফকিরটোলা মসজিদের সামনে আসলে ৩জন ছিনতাইকারীর কবলে পরে। এ সময়ে তার সাথে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়ার জন্য ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তি হলে ছুরি দিয়ে আঘাত করে এক ছিনতাইকারী। আহত অবস্থায় নারায়ণগঞ্জ ১শ শর্য্যা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
No posts found.