১০ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, রাত ১২:০৮

না.গঞ্জে নতুন আক্রান্ত ৪১ জন, মৃত্যু ১

প্রাইমনারায়ণগঞ্জ.কম

গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪১ জন। এ পর্যন্ত শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ৭৬৭ জনে। একদিনে মৃত্যু হয়েছে আরও ১ জনের। এছাড়া গত ২৪ ঘন্টায় সুস্থ হননি কেউ।

বুধবার (২৪ জুন) সকালে নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, সিটি কর্পোরেশন এলাকার ১৩৪ জনের নমুনা সংগ্রহ করে ৯ জন, সদর উপজেলার ৬৯ টি নমুনা পরীক্ষা করে ২ জন, বন্দর উপজেলার ১৪ টি নমুনা পরীক্ষা করে ৫ জন, সোনারগাঁ উপজেলার ৩১টি নমুনা পরীক্ষা করে ১৯ জন, রূপগঞ্জে ১৮টি নমুনা পরীক্ষা করে ৫ জন এবং আড়াইহাজারে ২৪টি নমুনা পরীক্ষা করে ১ জন করোনা পজেটিভ শনাক্ত হয়।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ জানান, নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় মোট ২৯০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৪১ জন করোনা আক্রান্ত হয়েছে। এদের মধ্যে নগর এলাকায় ৯ জন এবং বিভিন্ন উপজেলায় ৩২ জন। নতুন করে মৃত্যু হয়েছে ১ জনের।

বাছাইকৃত সংবাদ

No posts found.