
আবারও বন্যা ঝুঁকিতে রয়েছে নারায়ণগঞ্জ! জেলার উপর দিয়ে প্রবাহিত শীতলক্ষ্যা নদীর পানি বিপৎসীমার কাছে চলে এসেছে। এতে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র দেখিয়েছে ‘সতর্ক অবস্থা’। বুধবার নারায়ণগঞ্জ সদরের সুমিলপাড়া পয়েন্টে বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার নিজ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ফলে দুই দফা বন্যার শঙ্কায় নারায়ণগঞ্জবাসী।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে বলা হয়, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে পানির বিপদসীমা ৫.৫০ মিটার। আজ বুধবার নারায়ণগঞ্জ সদরের সুমিলপাড়া পয়েন্টে ৫.১৫ মিটার দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
এ অবস্থায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে আবারও নারায়ণগঞ্জকে ‘সতর্ক অবস্থা’ দেখিয়েছে এই সংস্থাটি।
এর আগে গত ১ জুলাই সমতল ছিল ৪.৭৫, ২ জুলাই পানি বেড়ে ৪.৯০ মিটারে দাঁড়িয়েছে। ৩ জুলাই ০.১০ মিটার বেড়ে পানির সমতল হয় ৫.০০ মিটার। ৪ জুলাই সকালে আরও ০.২ মিটার বেড়ে পানির সমতল দাঁড়ায় ৫.০২ মিটারে। ৫ জুলাই পানির সমতল বেড়ে হয়েছে ৫.২২ মিটার। ৬ জুলাইয়ের পর থেকে কমতে থাকে।
No posts found.