৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, সকাল ১১:৫১

বুধবার যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

প্রাইমনারায়ণগঞ্জ.কম

প্রাইম নারায়ণগঞ্জঃ

শীতকালীন সংরক্ষণ কাজের জন্য বুধবার (৩০শে ডিসেম্বর)নারায়ণগঞ্জের ফতুল্লার লিংক রোড ও লামাপাড়া এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (ডিপিডিসি)।

এতে বিদ্যুৎ বন্ধ থাকবে যে সব এলাকায়, নম পার্ক হতে শিবু মার্কেট, শাহবুদ্দিন সিএনজি পাম্প, লোটাস ইন্টা: স্কুল, রুপসী গার্মেন্টস সংলগ্ন, পিঠালিপুল ব্রিজ হতে কায়েমপুর জামে মসজিদ সংলগ্ন এলাকা, পিঠালিপুল ব্রিজ হতে ইউরোটেক্স গার্মেন্টস, মার্কাজ মসজিদ, ডিসিদর মাঠ, রোজ গার্ডেন গার্মেন্টস পর্যন্ত, ইউরোটেক্স গার্মেন্টস সংলগ্ন এলাকা। এছাড়াও লামাপাড়া ১১ কেভি এক্সপ্রেস ফিডারের আওতাধীন ৭ জন গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে ডিপিডিসি জানায়, মাতুয়াইল ১৩২/৩৩/১১ কেভি গ্রীড উপকেন্দ্রে ৩৩/১১ কেভি টি-৩ ট্রান্সফর্মারের শীতকালীন সংরক্ষণ কাজের জন্য লিংক রোড ১১ কেভি ও লামাপাড়া ১১ কেভি এক্সপ্রেস ফিডার সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ডিপিডিসির এনওসিএস নারায়ণগঞ্জ (পূর্ব) বিভাগ।

বাছাইকৃত সংবাদ

No posts found.