
প্রাইম নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরের ১নং বাবুরাইলে ফরহাদ হোসেন (২২) নামে এক যুবক ফেসবুক লাইভে আত্মহত্যা করেছে।
বুধবার রাত ৯টার দিকে বাবুরাইল এলাকার জেসমিনের বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
মৃত ফরহাদ হোসেন চাঁদপুরের মতলব উপজেলার ইসলামবাদ গ্রামের রুহুল আমিনের ছেলে ও শহরের নয়ামাটি ডিলাক্স নিটিংয়ে পোশাক কারখানার শ্রমিক।
নিহতের ছোট ভাই হৃদয় জানান, জেসমিন বেগমের বাড়িতে গত ২ মাস ধরে ব্যাচেলর রুমে ৪ জনের সাথে ভাড়া থাকতেন। রাত সাড়ে আটটার দিকে এক আত্মীয় তাকে ফোন করে বলেন, ‘ তোমার বড় ভাই ফেসবুক লাইভে এসে গলায় ফাঁসি দিচ্ছে। পরে ফেসবুকে গিয়ে দেখি গলায় গামছা পেচিয়ে ঝুলে আছে।
এ ব্যাপারে সদর মডেল থানার ওসি ওসি শাহ জামান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অপমৃত্যু মামলা হয়েছে। লাইভে এসে আত্মহত্যার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমরা এখনও কিছু জানতে পারিনি তদন্ত করে বিস্তারিত জানা যাবে।
No posts found.