৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, দুপুর ২:৩৩

ছবি তুলে হোয়াটস অ্যাপে পাঠান : কাউন্সিলর শকু

প্রাইমনারায়ণগঞ্জ.কম

প্রাইম নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ডের উত্তর চাষাড়া এলাকায় সিআইডির পুরাতন কার্যালয়ের সামনে ড্রেনের একটি স্লাব ভেঙ্গে থাকার কারণে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। স্লাব ভেঙ্গে সৃষ্ট গর্তটি মরণ ফাঁদে পরিণত হলেও জানেন না সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাসেম শকু। তিনি বলেন, ছবি তুলে হোয়াটস অ্যাপে পাঠান।

জানা যায়, নগরীর ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ একটি এলাকা হিসাবে পরিচিতি উত্তর চাষাড়া এলাকাটি। এ এলাকাতে সাংসদ শামীম ওসমান ও সাংসদ সেলিম ওসমানের পৈত্রিক নিবাস হীরামহল। এছাড়াও এ এলাকাটি নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ একটি আবাসিক এলাকা হিসাবে পরিচিতি। উত্তর চাষাড়ায় প্রবেশ ও এখান থেকে বের হওয়ার এটিই প্রধান রাস্তা। এ রাস্তার ঠিক মাঝখানে পুরাতন সিআইডি কার্যালয়ের সামনে দীর্ঘদিন ধরে ভেঙ্গে পড়ে আছে ড্রেনের একটি স্লাব।

ফলে সড়কের উপর সৃষ্টি হয়েছে বড় আকারের একটি গর্ত। দীর্ঘদিন ধরে এ স্লাবটি না থাকায় এটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। প্রায় তিন মাসেরও বেশী সময় ধরে ড্রেনের স্লাবটি ভেঙ্গে থাকলেও কাউন্সিলর সহ সংশ্লিষ্ট কেউই নতুন স্লাব নির্মাণে কোনো ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ স্থানীয়দের। ফলে ওই সড়ক দিয়ে যান ও জনগনের চলাচলে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নগরীর ১২ নং ওয়ার্ডের উত্তর চাষাড়ার একমাত্র সড়ক হিসাবে পরিচিতি এ রাস্তায় ড্রেনের স্লাব ভেঙ্গে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ স্থান দিয়ে প্রতি ঘণ্টায় শত শত রিকশা, অটোরিকশা, ইজিবাইক, পিকআপ ও প্রাইভেটকার সহ অসংখ্য যানবাহন যাতায়াত করে। এ সড়কটি দিয়ে গাড়ি দুই লেনে যাতায়াত করলেও স্লাব না থাকায় সৃষ্ট গর্তের কারণে এক লেন দিয়ে যান চলাচল করতে, ফলে এ অংশটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

স্লাব ভেঙ্গে সৃষ্ট ভোগান্তির বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় তিন মাসের বেশী সময় ধরে এ ড্রেনের স্লাবটি ভেঙে পড়ে আছে, ফলে চলাচল করতে গিয়ে নানামুখী সমস্যায় পড়তে হয় তাদের। ভাঙ্গা স্লাবটির কারণে সৃষ্ট গর্তে প্রায়ই রিকশা-অটোরিক্সা-ইজিবাইক সহ অন্যান্য যানবাহনের চাকা এবং পথচারীরা পড়ে গিয়ে নানা দুর্ঘটনা শিকার হচ্ছেন। দিনের বেলা যানবাহনগুলো সড়কের এক পাশ দিয়ে চলাচলের চেষ্টা করলেও দুর্ঘটনা ঘটে মূলত রাতে। রাতের বেলায় আলো কম থাকায় গর্তের মধ্যে বিভিন্ন যানবাহনের চাকা পড়ে গিয়ে বেশ কিছু দুর্ঘটনার ঘটনা ঘটেছে বলেও জানায় তারা।

তবে তাদের এ দু:খ, দুর্দশা দেখার যেন কেউ নেই, এমন অভিযোগও করেন স্থানীয়রা। স্থানীয় কাউন্সিলর জানানো হয়েছে কিনা জানতে চাইলে স্থানীয়রা বলেন, কাউন্সিলর শওকত হাশেম শকু কে তো পাওয়াই যায় না। নির্বাচনে পরে দু/একবার দেখেছিলেন। আবার নির্বাচনের সময় হয়তো আসবেন ভোট চাইতে। কিন্তু আমরা ভোগান্তি পোহালেও তিনি কোনো খোঁজ রাখেন না। শীঘ্রই যাতে ড্রেনের এ অংশের স্লাবটি পুন:নির্মাণ করে জনভোগান্তির লাঘব করা হয় সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবী জানান তারা।

এ বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলে ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু প্রাইম নারায়ণগঞ্জকে বলেন, উত্তর চাষাড়ার কোন জায়গায় স্লাব ভাঙ্গা, ছবি তুলে হোয়াটস অ্যাপে পাঠান।

বাছাইকৃত সংবাদ

No posts found.