
প্রাইম নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ডের পানির টাংকির দাতা সড়কে দীর্ঘদিন ধরে ড্রেনের স্লাব ভেঙ্গে সড়কের মাঝে সৃষ্টি হয়েছে বড় গর্তের। ব্যস্ততম এ সড়কে সৃষ্ট গর্তের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় প্রতিনিয়ত। ফলে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। তারপরও এলাকাবাসীর এ দু:খ দুর্দশা দেখার যেন কেউ নেই। তবে সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলর বলছে, শীঘ্রই দেখে তারপর ব্যবস্থা নিচ্ছি।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, নগর ও শহরতলীর অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক হলো পানির টাংকি টু মাসদাইরের সড়কটি। এ সড়কটির ১৪ নং ওয়ার্ডের বোয়ালিয়া খাল সংলগ্ন দাতা সড়কে ড্রেনের স্লাব ভেঙ্গে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ স্থান দিয়ে প্রতি ঘণ্টায় শত শত রিকশা, অটোরিকশা, ইজিবাইক, পিকআপ ও প্রাইভেটকার সহ অসংখ্য যানবাহন যাতায়াত করে। এ সড়কটি দিয়ে গাড়ি দুই লেনে যাতায়াত করলেও স্লাব না থাকায় সৃষ্ট গর্তের কারণে এক লেন দিয়ে যান চলাচল করতে, ফলে এ অংশটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
স্লাব না থাকার বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় বছর খানেক আগে থেকেই এ সড়কের উপর স্থাপিত ড্রেনের বেশ কয়েকটি স্লাবের ভাঙ্গন শুরু হয়। অবশেসে মাস খানেক আগে একটি স্লাব ভেঙে যায়। আরও কয়েকটি স্লাব ভাঙ্গার অপেক্ষায় রয়েছে বলেও জানান তারা। ভাঙ্গা স্লাবটির কারণে সৃষ্ট গর্তে প্রায়ই রিকশা-অটোরিক্সা-ইজিবাইক সহ অন্যান্য যানবাহনের চাকা এবং পথচারীরা পড়ে গিয়ে নানা দুর্ঘটনা শিকার হচ্ছেন। দিনের বেলা যানবাহনগুলো সড়কের এক পাশ দিয়ে চলাচলের চেষ্টা করলেও দুর্ঘটনা ঘটে মূলত রাতে। রাতের বেলায় আলো কম থাকায় গর্তের মধ্যে বিভিন্ন যানবাহনের চাকা পড়ে গিয়ে বেশ কিছু দুর্ঘটনার ঘটনা ঘটেছে বলেও জানায় তারা।
তারা আক্ষেপ করে আরও জানায়, দীর্ঘ সময় ধরে যানবাহন চলাচলে অসুবিধা ও ভোগান্তির সৃষ্টি হলেও সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষই কোনো ধরনের ব্যবস্থা নেয়া হয় নি। শীঘ্রই যাতে ড্রেনের এ অংশের স্লাবটি পুন:নির্মাণ করে জনভোগান্তির লাঘব করা হয় সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবী জানান তারা।
এ বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর শফিউদ্দিন প্রধানকে কয়েকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেন নি।
একই বিষয়ে প্যানেল মেয়র-১ বিভা হাসান বলেন, আমি দেখে শীঘ্রই ব্যবস্থা নিচ্ছি।
No posts found.