৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, সন্ধ্যা ৬:১৩

৬ দাবীতে কালেক্টরেট কর্মচারীদের বিক্ষোভ মিছিল

প্রাইমনারায়ণগঞ্জ.কম

প্রাইম নারায়ণগঞ্জ:

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী ভূমি কমিশনারের কার্যালয়ে কর্মরত কর্মচারীদের পদবী পরিবর্তন সহ গ্রেড উন্নীতকরনের দাবীতে পূর্ণ দিবস কর্মবিরতি পালিত হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সকালে বাকাসস নারায়ণগঞ্জ শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মবিরতি পালিত হয়। একই সাথে বিক্ষোভ মিছিলও করেন তারা।

এসময় তারা ৬ দাবী তুলে ধরেন, অফিস সুপার, সিএকাম ইউডিএ, প্রধান সহকারী এবং উচ্চমান সহকারী পদকে প্রশাসনিক কর্মকর্তা করতে হবে। অফিস সহকারী, রেকর্ড ক্লার্ক, সার্টিফিকেট সহকারী, লাইব্রেরী সহকারী পদকে সহকারী প্রশাসনিক কর্মকর্তা, স্টেনো গ্রাফারকে ব্যক্তিগত কর্মকর্তা, এছাড়াও প্রধান এসিসট্যান্ট কাম একাউন্টেন্ট ও উচ্চমান সহকারী পদে যারা আছে তাদের প্রশাসনিক কর্মকর্তা করার দাবী জানান বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) জেলা শাখার নেতৃবৃন্দ। এই দাবী গুলো সহ তাদের সংগঠনের মাধ্যমে ৬টি দাবী জানান। তাদের দাবী আদায় মেনে না নেয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির জেলা শাখার সভাপতি প্রাণ কৃষ্ণ চন্দ্র, সাধারণ সম্পাদক আবুল হোসেন সিকদার, সদর নামজারি সহকারী অফিসার মোতালেব হোসেন, বাবুল আক্তার, জামাল ভুইয়া, মাহবুবুর রহমান, ও অন্যান্য সকল সহকারী কর্মকচারী বৃন্দ।

বাছাইকৃত সংবাদ

No posts found.