৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, রাত ১০:২২

করোনা পরীক্ষার জন্য টাকা নির্ধারণ গণবিরোধী

প্রাইমনারায়ণগঞ্জ.কম

করোনা পরীক্ষার জন্য অর্থ নেয়ার সিদ্ধান্ত গণ বিরোধী বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ করোনা-দূর্যোগ উত্তরণ সমন্বয় কমিটি। নেতৃবৃন্দ বলেছেন, এ মুহূর্তে কঠিন বাস্তবতার কারনে অনেক গরীব মানুষের কাছে ২শ’ টাকা অনেক টাকা। তারা অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানিয়েছেন।
সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়, সরকারী হিসেবে দেশে মঙ্গলবার করোনায় মৃত্যু সর্বোচ্চ ৬৪ জন সহ মোট মৃত্যু ৩৬৮২ এবং মোট আক্রান্ত ১৪৫৪৮৩ জন। যদিও কোন কোন সংস্থার মতে ঢাকাতেই আক্রান্তের সংখ্যা কয়েক লক্ষ।

এখানে পরীক্ষার স্বল্পতার কারণে প্রকৃত আক্রান্ত সনাক্ত করা যাচ্ছে না। আমাদের দেশে করোনা চিকিৎসা যেমনি ব্যায়বহুল আবার করোনা পরীক্ষা করানোও অত্যন্ত কষ্টসাধ্য। দিনের পর দিন লাইন দিয়েও পরীক্ষার জন্য নমুনা দেয়া যায় না। আবার নমুনা দিলে ফলাফলের জন্য ১০/১২ দিন পর্যন্ত অপেক্ষা করারও নজিরের কমতি নেই। ফলাফলের এ দীর্ঘসূত্রিতার কারণে দেখা যায় যখন রোগী পরীক্ষার জন্য সেম্পল দিয়েছেন তখন তিনি করোনা আক্রান্ত হলেও ফল আসতে আসতে তিনি সুস্থ হয়ে গেছেন, আবার সেম্পল দেয়ার সময় করোনা আক্রান্ত না হলেও ফল আসতে আসতে তিনি আক্রান্ত হয়ে পড়েছেন। এতে রোগীর মৃত্যুঝুঁকি সহ নানা দুর্ভোগ পোহাতে হয়। কখনো দেখাযায় ফলাফল আসতে আসতে রোগী মৃত্যুবরণ করেছেন। করোনা চিকিৎসা নিয়ে শুরু থেকেই দেশে এমনি অব্যবস্থা চলছে।

বিশ্বের বিভিন্ন দেশ যখন করোনা চিকিৎসা বিনা মূল্যে দিচ্ছে, বিশ্বস্বাস্থ সংস্থা যখন করোনা উত্তরণের জন্য অধিক পরীক্ষার উপর গুরুত্ব দিচ্ছে তখন আমাদের দেশে সরকারীভাবে করোনা পরীক্ষার জন্য ২শ’ ও ৫শ’ টাকা নির্ধারণ অত্যন্ত গণবিরোধী ও আত্মঘাতী একটি সিদ্ধান্ত। আজকের করোনা বাস্তবতায় ২০০ টাকা সাধারণ অনেক মানুষের জন্য অনেক টাকা। আক্রান্ত হলেও এই টাকায় চাল না কিনে সে কখনো পরীক্ষা করাতে যাবে না। আমরা লক্ষ্য করেছি গণস্বাস্থের কিটের গ্রহণযোগ্যতা নিয়েও সরকারের মধ্যে এক ধরণের নোংরা রাজনীতির।

আজকে সরকারের এ সিদ্ধান্তের ফলে করোনা পরীক্ষা বৃদ্ধির পরিবর্তে কমে যাবে। সরকারের কার্যক্রমে মনে হচ্ছে, সরকারও চাচ্ছে পরীক্ষা কম হোক আর আক্রান্তও কম সনাক্ত হোক। এইটি জনগণের প্রতি একটি চরম বৈষম্যমূলক আচরণ। আমরা এর নিন্দা জানাচ্ছি এবং করোনা পরীক্ষার জন্য টাকা নির্ধারণের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

বাছাইকৃত সংবাদ

No posts found.