
প্রাইম নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের তিনটি অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করে দেওয়া হয়েছে বলে সেই পোর্টালগুলোর পক্ষ থেকে দাবি করা হয়েছে। কি কারণে পোর্টালগুলো ব্লকড হয়েছে ওই তিন পত্রিকার সম্পাদকরাও জানেন না সুনির্দিষ্ট কারণ।
গতকাল মঙ্গলবার দুপুর থেকে নারায়ণগঞ্জ প্রকাশিত গণমাধ্যম প্রেস নারায়ণগঞ্জ, নিউজ নারায়ণগঞ্জ ও যুগের চিন্তার ওয়েবসাইটে বাংলাদেশের কোন স্থানে প্রবেশ করা যাচ্ছে না।
এর আগে চলতি বছরের ১৪ই মে সন্ধ্যায় এ ৩টি অনলাইন পত্রিকাসহ মোট ৫টি অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করা হয়েছিল। এরপর ওই সকল অনলাইন পোর্টালগুলো ভিন্ন ডোমেইন দিয়ে রিডিরেক্ট করে তাদের কার্যক্রম চালিয়ে আসছিল।
এদিকে প্রেস নারায়ণগঞ্জ পোর্টাল বন্ধ হওয়ার পর বুধবার সকালে তাদের ফেসবুক পেজে এক বিবৃতিতে জানায়, আবারও অদৃশ্য শক্তির ইশারায় ব্লক করা হয়েছে অনলাইন নিউজ পোর্টাল ‘প্রেস নারায়ণগঞ্জ’ এর ওয়েবসাইট। বাংলাদেশ থেকে সরাসরি পোর্টালটির ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। এর আগেও অজ্ঞাত কারণে একই কায়দায় গত ১৪ মে বন্ধ করা হয়েছিল পোর্টালটির ওয়েবসাইট।
তার জানায়, পরবর্তীতে পাঠক চাহিদায় ডোমেইন পরিবর্তন করে আবারও পাঠকের কাছে ফিরে ‘প্রেস নারায়ণগঞ্জ’। কোনরূপ ব্যাখ্যা দাবি না করে গোপন পথে পোর্টাল বন্ধের এই প্রক্রিয়ার প্রতি আমরা তীব্র নিন্দা ও ক্ষোভ জানাই। আইনি প্রক্রিয়ার পাশাপাশি বিকল্প মাধ্যমে পাঠকের কাছে খুব শীগ্রই ফিরে আসার চেষ্টায় রয়েছে প্রেস নারায়ণগঞ্জ পরিবার।
No posts found.