
প্রাইম প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় মোস্তফা হায়দার নামের এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। নিহতের বাড়ি কুমিল্লার বড়ুরা থানায় বলে জানা গেছে।
বুধবার (১৮ নভেম্বর) সকালে গলাচিপা নতুন মসজিদের পার্শ্বে মাসুদ মিয়ার পরিত্যাক্ত বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ।
পরে খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
প্রাথমিকভাবে জানা যায়, সে পেশায় একজন টিউবওয়েল কন্ট্রাক্টর । সে শহরের খানপুর এলাকায় বসাবস করতো।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, ধারণা করা হচ্ছে তাকে পিটিয়ে হত্যা করাব হয়েছে। আমরা তার নাম ঠিকানা জানতে পেরেছি। পরে বিস্তারিত জানাচ্ছি।
No posts found.